[email protected] রবিবার, ২০ এপ্রিল ২০২৫
৭ বৈশাখ ১৪৩২

জাতিসংঘের সুপারিশ নিয়ে আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি ২০২৫ ১২:৪৯ পিএম
আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৫ ৪:৩২ পিএম

ফাইল ছবি

জাতিসংঘের মানবাধিকারবিষয়ক কার্যালয়ের (ওএইচসিএইচআর) সুপারিশগুলো নিয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে এসবি ইমিগ্রেশনের অনলাইন ভিসা আবেদন, পাসপোর্ট ভেরিফিকেশন সহজীকরণ ও ৯৯৯-এর মাধ্যমে অভিযোগ জানানোর উদ্যোগ উদ্বোধনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

জাতিসংঘের সুপারিশে র‍্যাব বিলুপ্তি, ডিজিএফআইকে শুধুমাত্র সামরিক গোয়েন্দা কার্যক্রমে সীমাবদ্ধ রাখা, বিজিবির ভূমিকা সীমান্ত নিরাপত্তায় সীমাবদ্ধ করা এবং আনসারের ওপর সেনাবাহিনীর নিয়ন্ত্রণ না রাখার প্রস্তাব দেওয়া হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন,

"জাতিসংঘ তাদের সুপারিশ দিয়েছে, আমরা সংশ্লিষ্ট সবাই মিলে বসবো। আলোচনার পর যে সিদ্ধান্ত হবে, সেটাই জানানো হবে। আমরা তাদের তদন্তকে স্বাগত জানাই এবং তারা একটি ভালো কাজ করেছে।"

বাংলাদেশের ছাত্র-জনতার আন্দোলন ঘিরে ২০২৪ সালের ১ জুলাই থেকে ১৫ আগস্ট পর্যন্ত মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় একটি অনুসন্ধানী প্রতিবেদন তৈরি করেছে।

বুধবার (১২ ফেব্রুয়ারি) জেনেভায় এক সংবাদ সম্মেলনে জাতিসংঘের মানবাধিকার প্রধান ফলকার টুর্ক ও অন্যান্য কর্মকর্তারা প্রতিবেদনের বিভিন্ন দিক তুলে ধরেন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর