protidinerbangla22@gmail.com সোমবার, ৭ এপ্রিল ২০২৫
২৪ চৈত্র ১৪৩১

‘আয়নাঘর’ পরিদর্শন শেষে যা জানালেন প্রধান উপদেষ্টা

সাইদুর রহমান

প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০২৫ ৪:০৬ পিএম

আয়নাঘর পরিদর্শন শেষে প্রধান উপদেষ্টা

আয়নাঘর পরিদর্শন শেষে প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আয়নাঘর পরিদর্শন শেষে এক সংবাদ সম্মেলনে তার অভিজ্ঞতার কথা প্রকাশ করেন।

তিনি বলেন, “নৃশংস অবস্থা। এখানে যা ঘটেছে, তা কল্পনাতীত। এটা আমাদের সমাজেরই অংশ, অথচ বিশ্বাস করা কঠিন। ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে জানতে পারলাম, কীভাবে তারা এসব ঘটনার শিকার হয়েছেন।”

 

ড. ইউনূস বলেন, “গত সরকারের সময় দেশে অন্ধকার যুগের মতো পরিস্থিতি বিরাজ করছিল। আয়নাঘর তারই একটি উদাহরণ।”

তিনি আরও বলেন, “এমন টর্চার সেল শুধু কয়েকটি জায়গায় ছিল, তা নয়। এখন জানা যাচ্ছে, সারা দেশজুড়ে এমন শত শত গোপন স্থানের অস্তিত্ব রয়েছে। কেউ বলছে ৭০০, কেউ বলছে ৮০০। প্রকৃত সংখ্যা এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি।”

 

প্রধান উপদেষ্টা জানান, গুম কমিশনের প্রতিবেদনে এসব আয়নাঘরের নথিবদ্ধকরণ বাধ্যতামূলক করা হবে এবং সংশ্লিষ্টদের বিচারের আওতায় আনা হবে। এসব তথ্য ও প্রমাণ সংরক্ষণ করা হবে, যা ভবিষ্যতে ন্যায়বিচারের জন্য ব্যবহৃত হবে।

এর আগে, তিনি দেশি-বিদেশি গণমাধ্যমকর্মী ও ভুক্তভোগীদের সঙ্গে আয়নাঘর পরিদর্শনে যান।

 

আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে বিভিন্ন শ্রেণির মানুষকে আটক করে বিশেষ স্থানে রাখা হতো বলে অভিযোগ রয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে এসব স্থানকে “আয়নাঘর” নামে উল্লেখ করা হয়।

বিভিন্ন সময়ে নিখোঁজ হওয়া ব্যক্তিদের অনেকে সম্প্রতি ফিরে এসে তাদের অভিজ্ঞতা তুলে ধরেছেন, যা এই গোপন স্থানের ভয়াবহ বাস্তবতা প্রকাশ করে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর