[email protected] শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫
২৮ চৈত্র ১৪৩১

আয়নাঘর পরিদর্শনে প্রধান উপদেষ্টা, সঙ্গে দেশি-বিদেশি গণমাধ্যমকর্মীরা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০২৫ ১২:৩২ পিএম

ফাইল ছবি

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বুধবার (১২ ফেব্রুয়ারি) আয়নাঘর পরিদর্শন করেছেন।

তার সঙ্গে ছিলেন দেশি-বিদেশি গণমাধ্যমের প্রতিনিধিরা। প্রধান উপদেষ্টার জ্যেষ্ঠ সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ এ তথ্য নিশ্চিত করেছেন।

গত ৬ ফেব্রুয়ারি উপদেষ্টা পরিষদের বৈঠকে আয়নাঘর পরিদর্শনের সিদ্ধান্ত গৃহীত হয়।

এর আগে, ১৯ জানুয়ারি প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছিল, গুম সংক্রান্ত তদন্ত কমিশন প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছে। সে বৈঠকে গুমের ঘটনাগুলোর তদন্ত অগ্রগতি উপস্থাপন করা হয়।

কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে প্রধান উপদেষ্টা এ পরিদর্শনে যান। আয়নাঘর, যা জয়েন্ট ইন্টারোগেশন সেল নামেও পরিচিত, অতীতে বন্দিদের জিজ্ঞাসাবাদের জন্য ব্যবহৃত হতো।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর