বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয় আকাশপথে যাত্রীদের প্রকৃত ভাড়া নির্ধারণে নানা নির্দেশনাসহ নতুন পরিপত্র জারি করেছে।
মঙ্গলবার মন্ত্রণালয়ের সিএ-২ অধিশাখা থেকে এ পরিপত্রটি জারি করা হয়, যা স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব রুমানা ইয়াসমিন।
পরিপত্রের মূল নির্দেশনাসমূহ:
১. টিকিট বুকিং:
যেকোনো প্রকার টিকিট বুকিংয়ের সময় যাত্রীর নাম, পাসপোর্ট নম্বর এবং পাসপোর্টের ফটোকপি সহ বুকিং সম্পন্ন করতে হবে। তিন দিনের মধ্যে টিকিট ইস্যু না হলে এয়ারলাইন্স স্বয়ংক্রিয়ভাবে টিকিট বাতিল করবে।
২. গ্রুপ টিকিট:
গ্রুপ টিকিট বুকিংয়ের ক্ষেত্রে ব্লক করা টিকিটের নাম, পাসপোর্ট নম্বর ও পাসপোর্ট কপিসহ ৭ দিনের মধ্যে বিক্রির ব্যবস্থা করতে হবে। বিক্রি না হলে টিকিট বাতিল করা হবে। এছাড়া, বিক্রয় মূল্য মন্ত্রণালয়কে জানাতে হবে এবং তা জনগণের কাছে প্রকাশ করা হবে।
৩. অনলাইন টিকিট বিক্রয়:
এয়ারলাইন্স ও ট্রাভেল এজেন্সি সকল টিকিট অনলাইনে বিক্রির ব্যবস্থা করবে এবং বিক্রিত টিকিটের মূল্য টিকিটে এবং ওয়েবসাইটে প্রদর্শন করতে হবে।
৪. ট্যারিফ ফিলিং:
এয়ারলাইন্স এবং ট্রাভেল এজেন্সি ‘ট্যারিফ ফিলিং’ বিধির আওতায় সঠিকভাবে ভাড়া নির্ধারণ করবে এবং বেবিচক অনুমোদিত ভাড়া ওয়েবসাইটে প্রকাশ করবে।
৫. অতিরিক্ত ভাড়া:
বেবিচক অনুমোদিত ভাড়ার অতিরিক্ত ভাড়া কোনো টিকিট বিক্রয় করা যাবে না। এয়ারলাইন্স ও ট্রাভেল এজেন্সি অবশ্যই যাত্রীকে মূল্য-সংবলিত টিকিট এবং বিক্রির রসিদ প্রদান করবে।
৬. টিকিটের দাম বৃদ্ধি:
চাহিদা না থাকা সত্ত্বেও অতিরিক্ত টিকিট মজুদ করে বিক্রির ফলে দাম বাড়লে বাংলাদেশ ট্রাভেল এজেন্সি নিবন্ধন ও নিয়ন্ত্রণ বিধিমালা অনুযায়ী মূল ট্রাভেল এজেন্সির নিবন্ধন সনদ স্থগিত বা বাতিল করা হবে।
৭. অনিবন্ধিত এজেন্সি:
অনিবন্ধিত ট্রাভেল এজেন্সির মাধ্যমে টিকিট বিক্রির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
৮. বিশেষ ফ্লাইট ভাড়া:
মধ্যপ্রাচ্য ও মালয়েশিয়াসহ বিদেশগামী শ্রমিকদের জন্য বিশেষ ভাড়া ব্যবস্থা নিশ্চিত করতে সব এয়ারলাইন্স ও বোর্ড অব এয়ারলাইন্স রিপ্রেজেন্টেটিভস (বিএআর) আগামী সাত দিনের মধ্যে পদক্ষেপ নেবে।
এই পরিপত্রের মাধ্যমে মন্ত্রণালয় আকাশপথে যাত্রীদের জন্য ফেয়ার এবং স্বচ্ছ পরিবেশ নিশ্চিত করার উদ্দেশ্য নিয়েছে।
এসআর
মন্তব্য করুন: