ঢাকাসহ সারা দেশে গত ২৪ ঘণ্টায় চলমান অপারেশন ডেভিল হান্টের আওতায় আরও ৬০৭ জনকে গ্রেফতার করা হয়েছে, যার ফলে মোট গ্রেফতারকৃতের সংখ্যা ১ হাজার ৭৭৫ জনে পৌঁছেছে।
মঙ্গলবার সন্ধ্যায় পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, চলমান এই বিশেষ অভিযানে ৬০৭ জনকে গ্রেফতার করা হয়েছে এবং অন্যান্য অভিযানগুলির মাধ্যমে গতকাল রাত থেকে আজ পর্যন্ত মোট ১ হাজার ৭৭৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
অপারেশন ডেভিল হান্টে উদ্ধার হওয়া অস্ত্র
অপারেশন চলাকালে বিভিন্ন স্থান থেকে উদ্ধার করা হয়েছে একাধিক আগ্নেয়াস্ত্র এবং অস্ত্র:
অপারেশন ডেভিল হান্টের উদ্দেশ্য ও পটভূমি
"ডেভিল হান্ট" শব্দের অর্থ হলো ‘শয়তান শিকার’। এর মাধ্যমে দেশবিরোধী চক্র, সন্ত্রাসী এবং দুষ্কৃতকারীদের আইনের আওতায় আনার উদ্দেশ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি বিশেষ অভিযান শুরু করেছে।
এই বিশেষ অভিযান ৮ ফেব্রুয়ারি থেকে সারা দেশে একযোগে শুরু হয়েছে। গত ৭ ফেব্রুয়ারি গাজীপুরে ছাত্র-জনতার উপর সন্ত্রাসী হামলার ঘটনায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে। এই হামলার নেতৃত্ব দেয় ক্ষমতাচ্যুত স্বৈরাচারী শাসক শেখ হাসিনার দলের কিছু নেতাকর্মী। হামলায় বেশ কয়েকজন হতাহত হন।
ঘটনার পরপরই দেশের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার সিদ্ধান্ত নেয় সরকার। এরই ধারাবাহিকতায় ৮ ফেব্রুয়ারি থেকে অপারেশন ‘ডেভিল হান্ট’ শুরু হয়।
এসআর
মন্তব্য করুন: