বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) সিএনজি বা পেট্রোল চালিত অটোরিকশার চালকদের বিরুদ্ধে মিটারের চেয়ে বেশি ভাড়া আদায় করলে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছে।
সংশ্লিষ্ট চালকদের বিরুদ্ধে মামলা দায়েরের পাশাপাশি ৬ মাসের কারাদণ্ড অথবা ৫০ হাজার টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত করার নির্দেশও দেওয়া হয়েছে।
সোমবার (১০ ফেব্রুয়ারি) বিআরটিএর পরিচালক (ইঞ্জিনিয়ারিং) শীতাংশু শেখর বিশ্বাসের স্বাক্ষরিত এক পত্র থেকে মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিষয়টি জানা যায়। এই পত্রটি ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারকে পাঠানো হয়েছে।
পত্রে বলা হয়েছে, সিএনজি ও পেট্রোল চালিত ৪-স্ট্রোক থ্রি-হুইলার অটোরিকশার চালকরা সরকার নির্ধারিত মিটারভাড়া ছাড়া অতিরিক্ত ভাড়া আদায় করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সড়ক পরিবহন আইন ২০১৮-এর ধারা ৩৫(৩)-এর আওতায় কোনো কন্ট্রাক্ট ক্যারিজের মালিক বা চালক রুট পারমিট এলাকার মধ্যে নির্ধারিত গন্তব্যে যাতায়াতের সময় মিটারের অতিরিক্ত ভাড়া আদায় করতে পারবেন না।
এতে আরো বলা হয়, এমন পরিস্থিতিতে সিএনজি চালকদের বিরুদ্ধে মামলার ব্যবস্থা নেওয়া হবে। অভিযুক্ত চালকদের শাস্তি হিসেবে ৬ মাসের কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ড হতে পারে। এর পাশাপাশি চালকের ড্রাইভিং লাইসেন্স থেকেও পয়েন্ট কর্তন করা হবে।
এসআর
মন্তব্য করুন: