[email protected] মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫
২৫ চৈত্র ১৪৩১

রাজনৈতিক মতৈক্যের ভিত্তিতে ডিসেম্বরেই জাতীয় নির্বাচন : ইসি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি ২০২৫ ৩:০৭ পিএম

ফাইল ছবি

জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি গ্রহণে নির্বাচন কমিশন (ইসি) কাজ করছে, তবে তা রাজনৈতিক সমঝোতার ওপর নির্ভর করবে।

বর্তমানে ইসি শুধুমাত্র জাতীয় নির্বাচনকে অগ্রাধিকার দিচ্ছে এবং অন্য কোনো নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে না।

তবে সরকার চাইলে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করা হতে পারে।

মঙ্গলবার নির্বাচন কমিশন উন্নয়ন সহযোগী ১৮টি দেশের রাষ্ট্রদূত ও প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে। বৈঠকের পর নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ সাংবাদিকদের জানান, রাজনৈতিক দলগুলোর মধ্যে মতৈক্য হলে এ বছরের ডিসেম্বরেই জাতীয় নির্বাচন হতে পারে।

তিনি বলেন, "আমরা প্রাথমিকভাবে ধরে নিয়েই প্রস্তুতি নিচ্ছি যে, রাজনৈতিক সমঝোতা হলে ডিসেম্বরেই নির্বাচন হবে। তবে যদি বড় পরিসরে সংস্কারের প্রয়োজন হয়, তাহলে নির্বাচন ২০২৬ সালের জুন পর্যন্ত গড়াতে পারে।"

এ বৈঠকে স্থানীয় সরকার নির্বাচন নিয়েও আলোচনা হয়। নির্বাচন কমিশন জানিয়েছে, জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচন একসঙ্গে আয়োজন করা সম্ভব নয়।

অতীত অভিজ্ঞতা অনুযায়ী, ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচন করতে এক বছর পর্যন্ত সময় লাগতে পারে, যা জাতীয় নির্বাচনের তারিখকে প্রভাবিত করতে পারে। ফলে ইসি আপাতত জাতীয় নির্বাচন নিয়েই প্রস্তুতি নিচ্ছে।

যদি সরকার জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নেয়, তবে কমিশন সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করবে বলে জানান নির্বাচন কমিশনার।

তবে কোন কোন প্রতিষ্ঠানের নির্বাচন হবে এবং তা জাতীয় নির্বাচনে কোনো প্রভাব ফেলবে কি না, সে সিদ্ধান্ত সরকারের ওপর নির্ভর করবে।

বৈঠকে ইউএনডিপিসহ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান, ইতালি, কানাডা, জার্মানি, চীন, নেদারল্যান্ডস, ফ্রান্স, দক্ষিণ কোরিয়া, তুরস্কসহ ১৮টি দেশের প্রতিনিধিরা অংশ নেন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর