অমর একুশে গ্রন্থমেলায় একটি বুকস্টলে সংঘটিত হট্টগোলের ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে জানানো হয়, এ ধরনের বিশৃঙ্খল আচরণ বাংলাদেশের নাগরিক সংস্কৃতি ও আইন-শৃঙ্খলার পরিপন্থী।
বিবৃতিতে বলা হয়, একুশে বইমেলা এদেশের সাহিত্য, সংস্কৃতি ও মুক্ত চিন্তার প্রতীক। এটি শুধু বই কেনাবেচার স্থান নয়, বরং লেখক, পাঠক, গবেষক ও চিন্তকদের মিলনমেলা। মেলায় অপ্রীতিকর ঘটনা বাংলাদেশের মুক্ত সাংস্কৃতিক চর্চাকে বাধাগ্রস্ত করে এবং ভাষা আন্দোলনের চেতনার প্রতি অসম্মান প্রদর্শন করে।
প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, অন্তর্বর্তীকালীন সরকার ইতোমধ্যে বাংলা একাডেমি ও আইনশৃঙ্খলা বাহিনীকে ঘটনাটি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে।
এছাড়া,
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, বইমেলার মত গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক অনুষ্ঠানে শৃঙ্খলা নিশ্চিত করা হবে এবং অপরাধীরা শাস্তি থেকে রেহাই পাবে না।
এসআর
মন্তব্য করুন: