[email protected] শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫
২৮ চৈত্র ১৪৩১

অমর একুশে বইমেলায় হট্টগোল, প্রধান উপদেষ্টার তীব্র নিন্দা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি ২০২৫ ১:১৯ এএম

ফাইল ছবি

অমর একুশে গ্রন্থমেলায় একটি বুকস্টলে সংঘটিত হট্টগোলের ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

তিনি এ ঘটনাকে ‘অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক’ বলে উল্লেখ করে তীব্র নিন্দা জানিয়েছেন।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে জানানো হয়, এ ধরনের বিশৃঙ্খল আচরণ বাংলাদেশের নাগরিক সংস্কৃতি ও আইন-শৃঙ্খলার পরিপন্থী।

বইমেলায় অপ্রীতিকর ঘটনা মেনে নেওয়া হবে না

বিবৃতিতে বলা হয়, একুশে বইমেলা এদেশের সাহিত্য, সংস্কৃতি ও মুক্ত চিন্তার প্রতীক। এটি শুধু বই কেনাবেচার স্থান নয়, বরং লেখক, পাঠক, গবেষক ও চিন্তকদের মিলনমেলা। মেলায় অপ্রীতিকর ঘটনা বাংলাদেশের মুক্ত সাংস্কৃতিক চর্চাকে বাধাগ্রস্ত করে এবং ভাষা আন্দোলনের চেতনার প্রতি অসম্মান প্রদর্শন করে।

তদন্ত ও নিরাপত্তা জোরদারের নির্দেশ

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, অন্তর্বর্তীকালীন সরকার ইতোমধ্যে বাংলা একাডেমি ও আইনশৃঙ্খলা বাহিনীকে ঘটনাটি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে।

এছাড়া,

  • বইমেলার নিরাপত্তা আরও জোরদার করতে বলা হয়েছে যেন ভবিষ্যতে এ ধরনের ঘটনা না ঘটে।
  • পুলিশ ও অন্যান্য নিরাপত্তা সংস্থাকে সার্বিক প্রস্তুতি নিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়েছে।
  • দেশব্যাপী যেকোনো বিশৃঙ্খলা প্রতিরোধে কঠোর ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, বইমেলার মত গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক অনুষ্ঠানে শৃঙ্খলা নিশ্চিত করা হবে এবং অপরাধীরা শাস্তি থেকে রেহাই পাবে না।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর