বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ হওয়া পরিবারের কর্মক্ষম সদস্যরা সরকারি ও আধা-সরকারি চাকরিতে অগ্রাধিকার পাবেন বলে জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।
পাশাপাশি, আহত ব্যক্তিদের ‘জুলাই যোদ্ধা’ হিসেবে দুটি মেডিকেল ক্যাটাগরিতে শ্রেণিবদ্ধ করে বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়া হবে।
সোমবার (১০ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। পরবর্তীতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম এক ফেসবুক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।
শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের জন্য সরকারি সুবিধা
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শহীদদের ‘জুলাই শহীদ’ এবং আহত ব্যক্তিদের ‘জুলাই যোদ্ধা’ নামে অভিহিত করা হবে।
শহীদ পরিবার:
প্রতিটি শহীদ পরিবারকে এককালীন ৩০ লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে।
২০২৪-২৫ অর্থবছরে ১০ লাখ টাকা জাতীয় সঞ্চয়পত্রের মাধ্যমে দেওয়া হবে।
২০২৫-২৬ অর্থবছরের জুলাইয়ে ২০ লাখ টাকা সহায়তা দেওয়া হবে।
প্রতি মাসে ২০ হাজার টাকা ভাতা প্রদান করা হবে।
শহীদ পরিবারের কর্মক্ষম সদস্যরা সরকারি ও আধা-সরকারি চাকরিতে অগ্রাধিকার পাবেন।
জুলাই যোদ্ধাদের জন্য সুবিধা:
ক্যাটাগরি A (গুরুতর আহত):
এককালীন ৫ লাখ টাকা সহায়তা দেওয়া হবে।
২০২৪-২৫ অর্থবছরে ২ লাখ টাকা নগদ (ব্যাংক চেকের মাধ্যমে) দেওয়া হবে।
২০২৫-২৬ অর্থবছরে ৩ লাখ টাকা নগদ (ব্যাংক চেকের মাধ্যমে) দেওয়া হবে।
প্রতি মাসে ২০ হাজার টাকা ভাতা প্রদান করা হবে।
সরকারি হাসপাতালে আজীবন চিকিৎসা সুবিধা পাবেন।
মেডিকেল বোর্ডের সুপারিশ অনুযায়ী দেশি-বিদেশি চিকিৎসা সহায়তা পাবেন।
কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণ ও পুনর্বাসন সুবিধা পাবেন।
ক্যাটাগরি B (কম গুরুতর আহত):
এককালীন ৩ লাখ টাকা সহায়তা দেওয়া হবে।
২০২৪-২৫ অর্থবছরে ১ লাখ টাকা নগদ (ব্যাংক চেকের মাধ্যমে) দেওয়া হবে।
২০২৫-২৬ অর্থবছরে ২ লাখ টাকা নগদ (ব্যাংক চেকের মাধ্যমে) দেওয়া হবে।
প্রতি মাসে ১৫ হাজার টাকা ভাতা প্রদান করা হবে।
কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণ ও অগ্রাধিকার ভিত্তিতে সরকারি-আধা-সরকারি চাকরির ব্যবস্থা করা হবে।
তালিকা প্রকাশ ও গেজেট
সরকারের দেওয়া তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ৮৩৪ জন শহীদের তালিকা গেজেট আকারে প্রকাশ করা হয়েছে। আহতদের তালিকাও প্রস্তুত করা হয়েছে, যা শিগগিরই গেজেট আকারে প্রকাশ করা হবে।
এসআর
মন্তব্য করুন: