ফাইল ছবি
ঢাকাসহ সারা দেশে চলমান ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে ৩৪৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
এই বিশেষ অভিযানসহ অন্যান্য নিরাপত্তা অভিযানগুলোতে গত ২৪ ঘণ্টায় মোট ১ হাজার ৫২১ জনকে আটক করা হয়েছে।
সোমবার সন্ধ্যায় পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান। তিনি বলেন, ‘অপারেশন ডেভিল হান্ট’-এ ৩৪৩ জন গ্রেফতার হয়েছে এবং এর মাধ্যমে সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও দৃঢ় করা হচ্ছে।
এছাড়া, এই অভিযানে বিভিন্ন ধরনের অস্ত্র ও বিপজ্জনক সরঞ্জামও উদ্ধার করা হয়েছে, যার মধ্যে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, ১১ রাউন্ড গুলি, ৬টি শর্টগান কার্তুজ, তিনটি ছুরি, তিনটি তলোয়ার, একটি কুড়াল, ১০টি ককটেল, ৮টি লাঠি, ৪টি রড এবং ৪টি রামদা অন্তর্ভুক্ত রয়েছে।
গাজীপুরে গত শুক্রবার আওয়ামী সন্ত্রাসী বাহিনীর হামলায় ছাত্ররা আহত হওয়ার পরপরই স্বরাষ্ট্র মন্ত্রণালয় ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনার ঘোষণা দেয়।
৮ ফেব্রুয়ারি, এই অভিযানের প্রথম দিনেই গাজীপুরসহ দেশের বিভিন্ন স্থানে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযানে এক হাজার ৩০৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে পাঁচজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা আটক করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই অভিযান এবং আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় সারাদেশে অস্থিতিশীল পরিস্থিতি মোকাবেলা করা হচ্ছে।
এসআর
মন্তব্য করুন: