[email protected] শনিবার, ৫ এপ্রিল ২০২৫
২১ চৈত্র ১৪৩১

বিচার তাৎক্ষণিকভাবে করতে গেলে অবিচার হয়ে যায়: ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি ২০২৫ ৬:০৭ পিএম

ফাইল  ছবি

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, যে কোনো বিচার যদি তাৎক্ষণিকভাবে করা হয়, তা হলে অবিচার হয়ে যায়।

তিনি এসব কথা সোমবার (১০ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর তেজগাঁওস্থ প্রধান উপদেষ্টার কার্যালয়ে ২১ জুলাই শহীদ পরিবার ও সাতজন আহতের মধ্যে আর্থিক চেক হস্তান্তর অনুষ্ঠানে বলেন।

এ সময় তিনি উপস্থিত শহীদ পরিবারের সদস্যদের ও আহতদের উদ্দেশ্যে বলেন, "আজকের এই দিন থেকে আপনারা আনুষ্ঠানিকভাবে সরকারের অংশ হয়ে উঠলেন। এটি একটি প্রাতিষ্ঠানিক স্বীকৃতি। তবে এই স্বীকৃতির বাইরেও আপনাদের সমাজে আরও বড় দায়িত্ব রয়েছে।"

ড. ইউনূস আরও বলেন, "আমরা যারা ইতিহাসের অমূল্য যোদ্ধা ও ত্যাগী, তাঁদের অবদান কখনও সঠিকভাবে মাপা যায় না। আপনাদের জন্য আমি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। যে জাতি তার ইতিহাসকে সম্মান করতে জানে না, সে জাতি কখনো উন্নতির দিকে এগিয়ে যেতে পারে না।"

তিনি জাতির উদ্দেশে বলেন, "যত কঠিন সময়ই আসুক, আমরা কখনও অবিচারের পথে যাব না। যারা অপরাধী, তাঁদের পুলিশের হাতে সোপর্দ করা হবে। কিন্তু যারা অপরাধী নয়, তাঁদের পুনর্বাসিত করে ভালো পথে পরিচালনা করা হবে।"

বিচার বিষয়ে তিনি বলেন, "বিচার অবশ্যই সুবিচার হতে হবে, তাৎক্ষণিক সিদ্ধান্তের মাধ্যমে কোনো ধরনের অবিচার যেন না হয়। আমরা যদি অবিচারে নামি, তবে আমাদের ও তাঁদের মধ্যে পার্থক্য কোথায় থাকবে?"

এছাড়াও, শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের প্রতি তার আহ্বান ছিল, "দেশে কোনো সহিংসতা ও হানাহানি যেন না হয়, তার দিকে সজাগ দৃষ্টি রাখতে হবে।"

প্রতিশ্রুতি: শহীদ পরিবার ও আহতদের জন্য সরকারি সহায়তা

শহীদ পরিবারগুলোকে এককালীন ৩০ লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে। এর মধ্যে ২০২৪-২৫ অর্থবছরে ১০ লাখ টাকা এবং ২০২৫-২৬ অর্থবছরে ২০ লাখ টাকা জাতীয় সঞ্চয়পত্রের মাধ্যমে প্রদান করা হবে। এছাড়াও, প্রতিটি শহীদ পরিবারের সদস্যদের প্রতি মাসে ২০ হাজার টাকা ভাতা দেওয়া হবে।

এছাড়া, শহীদ পরিবারের কর্মক্ষম সদস্যদের জন্য সরকারি ও আধাসরকারি চাকরিতে অগ্রাধিকার থাকবে। ২১ জুলাই যোদ্ধাদের জন্য দুটি মেডিকেল ক্যাটাগরি অনুযায়ী সুবিধা নির্ধারণ করা হয়েছে।

ক্যাটাগরি এ: গুরুতর আহত যোদ্ধাদের এককালীন ৫ লাখ টাকা প্রদান করা হবে। এর মধ্যে ২০২৪-২৫ অর্থবছরে ২ লাখ টাকা এবং ২০২৫-২৬ অর্থবছরে ৩ লাখ টাকা নগদ প্রদান করা হবে। তাদের প্রতি মাসে ২০ হাজার টাকা ভাতা এবং বিভিন্ন সরকারি হাসপাতালে আজীবন চিকিৎসা সুবিধা প্রদান করা হবে।

ক্যাটাগরি বি: অন্য আহত যোদ্ধাদের এককালীন ৩ লাখ টাকা সহায়তা প্রদান করা হবে। ২০২৪-২৫ অর্থবছরে ১ লাখ টাকা এবং ২০২৫-২৬ অর্থবছরে ২ লাখ টাকা নগদ দেওয়া হবে। তাদেরও মাসিক ১৫ হাজার টাকা ভাতা এবং সরকারি/আধাসরকারি চাকরিতে অগ্রাধিকার দেওয়া হবে।

ড. ইউনূস আরও বলেন, "আমরা একসাথে দেশটিকে আরও সুন্দর এবং উন্নত করে তুলব। যারা অপরাধী, তাদের অবশ্যই বিচার হবে, কিন্তু যারা অপরাধী নয়, তাদের পুনর্বাসন করা হবে।"

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর