[email protected] রবিবার, ৬ এপ্রিল ২০২৫
২২ চৈত্র ১৪৩১

হজযাত্রায় এজেন্সির গাফলতি থাকলে লাইসেন্স বাতিল: ধর্ম উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি ২০২৫ ৫:৫১ পিএম

ফাইল ছবি

ধর্মবিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন জানিয়েছেন, হজযাত্রায় কোনো এজেন্সির গাফলতি বা অবহেলার কারণে যদি কোনো হজযাত্রী হজে যেতে না পারেন, তবে ওই এজেন্সির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, এজেন্সির গাফিলতির জন্য তার লাইসেন্স বাতিল করা হবে এবং আর্থিক জরিমানাও করা হবে।

সোমবার সচিবালয়ে ২০২৫ সালের হজ ব্যবস্থাপনা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। তিনি আরো জানান, মন্ত্রণালয় থেকে সার্বক্ষণিকভাবে হজ এজেন্সিগুলোর তদারকি করা হচ্ছে এবং গতকালও এজেন্সিগুলোর সঙ্গে সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় তিনি তাদের সময়মতো মিনার তাবু, আরাফার ক্যাটারিং, হোটেল, পরিবহন কোম্পানির সঙ্গে চুক্তি সম্পাদনের জন্য তাগিদ দিয়েছেন।

এদিকে, তিনি জানান, এখন পর্যন্ত অর্ধেকের বেশি এজেন্সি চুক্তি সম্পাদন করেছে এবং বাকি এজেন্সিগুলোর চুক্তি সম্পাদনের জন্য মাত্র চার দিন সময় রয়েছে। তিনি বলেন, সৌদি সরকার কর্তৃক নির্ধারিত সময়সীমার মধ্যে চুক্তি সম্পাদন না হলে এ বিষয়ে কোনো ছাড় দেওয়া সম্ভব নয়, কারণ এটি সৌদি সরকারের সিদ্ধান্ত।

ধর্ম উপদেষ্টা বলেন, এ বছর হজযাত্রীরা ভালো সেবা পাবেন বলে তিনি আশা করছেন। তিনি বলেন, সরকারি মাধ্যমের হজযাত্রীদের জন্য বিশেষ একটি শক্তিশালী কমিটি বাড়িভাড়া সম্পন্ন করেছে, এবং কমিটি বাড়িগুলোর মান, সুবিধা, এবং হজ প্যাকেজের প্রতিশ্রুতি অনুযায়ী সর্বোত্তম বাড়িগুলো ভাড়া করেছে।

এজেন্সির গাফলতির কারণে কোনো হজযাত্রী হজে না যেতে পারলে এর জন্য সম্পূর্ণ দায় ওই এজেন্সির এবং ধর্ম মন্ত্রণালয় বা সৌদি সরকার এর জন্য দায়ী হবে না, এমনটাই স্পষ্ট করেছেন উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর