[email protected] শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
৬ বৈশাখ ১৪৩২

শাহবাগে শিক্ষকদের ওপর পুলিশের লাঠিচার্জ, জলকামান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি ২০২৫ ৫:৩৪ পিএম

ফাইল  ছবি

রাজধানী ঢাকার শাহবাগে সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে সুপারিশপ্রাপ্ত সহকারী শিক্ষকদের সড়ক অবরোধের পর পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দিয়েছে।

সরকারের প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে চূড়ান্ত ফলাফলে সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা যখন সড়ক অবরোধ করে আন্দোলন করছিলেন, তখন পুলিশ লাঠিচার্জ করে এবং তাদের ছত্রভঙ্গ করতে জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে। এর পর সীমিত পরিসরে যান চলাচল পুনরায় শুরু হয়।

আন্দোলনকারীরা জানান, তাদের নিয়োগ বাতিলের যে রায় দেয়া হয়েছে তা বৈষম্যমূলক এবং তাদের প্রতি প্রতারণার সামিল। তারা আরও বলেন, “এই সরকারই আমাদের নিয়োগের জন্য সুপারিশ করেছে, আর এখন আমাদের নিয়োগ বাতিল করা হয়েছে। আমরা চাই দ্রুত রায়টি বাতিল করা হোক এবং আমাদের নিয়োগ চূড়ান্ত করা হোক।”

আন্দোলনকারী সাব্বির সাদেক বলেন, "যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি আদায় না হবে, ততক্ষণ আমরা এখানে অবস্থান করব।"

এ ঘটনা ঘটার আগে, গত বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) হাইকোর্ট ঢাকা ও চট্টগ্রাম বিভাগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে চূড়ান্ত ফলাফলে উত্তীর্ণ ৬ হাজার ৫৩১ জনের নিয়োগ বাতিল করে। আদালত মেধার ভিত্তিতে পুনরায় নিয়োগের নির্দেশ দেয়। বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন। এর আগেও, ২০১৯ সালের ১৯ নভেম্বর, হাইকোর্ট ওই ৬ হাজার ৫৩১ জনের নিয়োগ কার্যক্রম ছয় মাসের জন্য স্থগিত করেছিল।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর