[email protected] মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫
৯ বৈশাখ ১৪৩২

সারা দেশে ৫৭ লাখ স্মার্ট ফ্যামিলি কার্ড পাঠিয়েছে টিসিবি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৯ ফেব্রুয়ারি ২০২৫ ৯:০৭ পিএম
আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২৫ ৯:১১ পিএম

ফাইল  ছবি

সারা দেশে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি করতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) ৫৭ লাখ স্মার্ট ফ্যামিলি কার্ড জেলা প্রশাসক এবং সিটি করপোরেশন কার্যালয়ে পাঠিয়েছে।

এছাড়া আরও ৬ লাখ কার্ড প্রিন্টের কাজ শেষ পর্যায়ে রয়েছে, যা চলতি মাসেই পাঠানো হবে। ১৫ লাখ কার্ড তৈরির প্রক্রিয়া চলছে এবং এই কার্ডগুলোও ভোক্তাদের বিনামূল্যে প্রদান করা হবে।

রোববার টিসিবির তথ্য কর্মকর্তা যুগ্ম-পরিচালক ও ঢাকা আঞ্চলিক কার্যালয়ের অফিস প্রধান হুমায়ুন কবির স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্মার্ট ফ্যামিলি কার্ড তৈরির জন্য উপকারভোগী নির্বাচন, ডাটা প্রদান, কার্ড বিতরণ, সচলকরণ এবং পণ্য বিক্রির মনিটরিংয়ের দায়িত্ব স্থানীয় প্রশাসন ও সিটি করপোরেশনগুলো নিবে।

এদিকে, টিসিবি স্থানীয় বাজার এবং আমদানির মাধ্যমে পণ্য সংগ্রহ করে তা ডিলারদের মাধ্যমে ভোক্তাদের কাছে পৌঁছাবে। ইতোমধ্যে স্মার্ট কার্ডধারীদের জন্য পণ্য বরাদ্দ করা হয়েছে।

প্রসঙ্গত, শেখ হাসিনার সরকারের সময় এক কোটি পরিবারকে টিসিবি পণ্য বিতরণের জন্য কার্ড দেওয়া হয়েছিল। তবে সেগুলোর বিতরণে ব্যাপক অনিয়মের অভিযোগ ওঠে। এরপর অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর এই অনিয়মের তদন্ত শুরু করে এবং যাচাই-বাছাই শেষে ৪৩ লাখ কার্ডধারীকে বাদ দিয়ে ৫৭ লাখ পরিবারের মধ্যে স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর