দীর্ঘদিন পদোন্নতি থেকে বঞ্চিত ১১৯ কর্মকর্তা অবশেষে সচিব পদে উন্নীত হয়েছেন।
রাষ্ট্রপতির অনুমোদনক্রমে পদোন্নতির আদেশে স্বাক্ষর করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব মিঞা মুহাম্মদ আশরাফ রেজা ফরিদ।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা ভূতাপেক্ষ (ব্যাকডেটেড) পদোন্নতির তারিখ থেকে বিধি অনুযায়ী সব ধরনের আর্থিক সুবিধা পাবেন।
চলতি অর্থবছরে তাদের বকেয়া পাওনার ৫০% পরিশোধ করা হবে, আর বাকি ৫০% তারা ২০২৫-২৬ অর্থবছরে পাবেন।
এছাড়া, সংশ্লিষ্ট কর্মকর্তাদের বয়স ৫৭ বা ৫৯ বছর পূর্ণ হওয়া পর্যন্ত তারা বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে চাকরিতে বহাল ছিলেন বলে গণ্য করা হবে।
অবসর-উত্তর ছুটি (PRL) বা অবসর-প্রস্তুতি ছুটির (LPR) শেষে তারা নিয়মিত অবসরে গেছেন বলে ধরা হবে। ফলে, তারা সংশোধিত হিসাব অনুযায়ী পেনশনসহ অন্যান্য আর্থিক সুবিধা পাবেন।
এর আগে, যেসব কর্মকর্তার অবসর-সংক্রান্ত আদেশ জারি হয়েছিল, তা বাতিল করে নতুন সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, এই আদেশ জনস্বার্থে অবিলম্বে কার্যকর হবে।
পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের তালিকা জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।
এসআর
মন্তব্য করুন: