[email protected] শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
৪ বৈশাখ ১৪৩২

ধানমন্ডি ৩২: পানি সেচে পাওয়া গেলোনা কিছুই

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৯ ফেব্রুয়ারি ২০২৫ ৩:২২ পিএম

ভবনের বেজমেন্টে নোংরা আবর্জনা ও ভাঙা ইটের টুকরা ছাড়া কিছু পাওয়া যায়নি

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে নির্মাণাধীন ভবনের বেজমেন্ট থেকে পানি সেচের কাজ শেষ হলেও সন্দেহজনক কিছু পাওয়া যায়নি।

তবে এ নিয়ে ফায়ার সার্ভিস আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি।

রোববার (৯ ফেব্রুয়ারি) দুপুর ২টার কিছু আগে পানি সেচের কাজ সম্পন্ন হয়।

এর আগে বেলা সাড়ে ১১টার দিকে ফায়ার সার্ভিস তিনটি ইউনিট ও একটি সেচযন্ত্রের মাধ্যমে পানি নিষ্কাশন শুরু করে। জমে থাকা পানি তুলে ধানমন্ডি লেকে ফেলা হয়।

স্থানীয়ভাবে দেখা গেছে, ভবনের নিচে জমে থাকা পানির সঙ্গে আবর্জনা ও ভাঙা ইটের টুকরা উঠে এসেছে। তবে যেসব গুঞ্জন ছড়িয়েছিল, তার কোনো সত্যতা এখনো মেলেনি।

সম্প্রতি ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর ও আশপাশের ভবনে ভাঙচুরের ঘটনা ঘটে। এরপরই নির্মাণাধীন ভবনটির বেজমেন্ট নিয়ে নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে।

অনেকেই ধারণা করছিলেন, সেখানে অতিরিক্ত ফ্লোর বা বিশেষ কোনো স্থাপনা থাকতে পারে। সেই সন্দেহ থেকেই ফায়ার সার্ভিস জমে থাকা পানি সরিয়ে পরিস্থিতি পর্যালোচনা করে।

এর আগে, কোটা সংস্কার আন্দোলনের জেরে গত ৫ আগস্ট সরকারবিরোধী বিক্ষোভ চরমে পৌঁছে। ওইদিন গণভবন ও প্রধানমন্ত্রীর কার্যালয়সহ বিভিন্ন স্থাপনায় সাধারণ মানুষ ঢুকে পড়ে।

একই দিনে রাজধানীর বিভিন্ন স্থানে বঙ্গবন্ধুর ভাস্কর্যে হামলা চালানো হয় এবং ধানমন্ডি ৩২ নম্বরে স্মৃতি জাদুঘরও ক্ষতিগ্রস্ত হয়। ওই হামলার পরই পাশের নির্মাণাধীন ভবনটি নিয়ে নানা গুঞ্জন শুরু হয়, যার প্রেক্ষিতেই আজকের পানি সেচ কার্যক্রম পরিচালিত হয়।

তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখনো আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা দেয়নি, ফলে ভবিষ্যতে আরও তদন্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর