সবাই তালি বাজাতে বাজাতে দেশটার ১২টা বাজিয়ে দিয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
সিইসি বলেন,
"সব জায়গায় মতবিরোধ থাকবে, সেটাই স্বাভাবিক। ভিন্নমত মানেই শত্রুতা নয়। বরং সমালোচনা থেকে শেখার মানসিকতা থাকতে হবে।
কেউ যদি আমার কাজ নিয়ে সমালোচনা করে, তাহলে ধরে নেব কোথাও কোনো ঘাটতি আছে। সেটি সংশোধনের চেষ্টা করাই বুদ্ধিমানের কাজ।"
তিনি আরও বলেন,
"আমাদের তোষামোদ থেকে বের হতে হবে। শুধু প্রশংসা করলে চলবে না, বাস্তবতাকে গুরুত্ব দিতে হবে।
কেউ কিছু বললেই যদি আমরা অন্ধভাবে সমর্থন জানিয়ে দেই, তাহলে সমস্যার সমাধান হবে না।"
নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে সিইসি বলেন,
"আমরা কোনো রাজনৈতিক দলের পক্ষ বা বিপক্ষে দাঁড়াতে চাই না। সবার সহযোগিতা পেলে জাতির প্রতি আমাদের প্রতিশ্রুতি রক্ষা করা সম্ভব হবে।"
তিনি আরও বলেন,
"সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখতে হবে। অন্যথায়, আমরা আগের অবস্থায় ফিরে যাব।"
সিইসির মতে, নির্বাচন কমিশনের নিরপেক্ষতা বজায় রাখতে নাগরিক সমাজ, গণমাধ্যম ও সংশ্লিষ্ট সবার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করার আহ্বান জানান এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকাকে স্বাগত জানান।
এসআর
মন্তব্য করুন: