[email protected] বৃহঃস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
৪ বৈশাখ ১৪৩২

৬ সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৮ ফেব্রুয়ারি ২০২৫ ৭:২০ পিএম

ফাইল  ছবি

রাষ্ট্র সংস্কারের অংশ হিসেবে গঠিত ছয়টি সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।

শনিবার মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে প্রতিবেদনগুলো আপলোড করা হয়।

এদিন বিকালে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল তার ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানান। তিনি জানান, ৬টি সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন এখন প্রকাশিত হয়েছে। বিকেল ৬টা ৩০ মিনিটে সংস্কার কমিশনের প্রধানরা রাষ্ট্র সংস্কারের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ, মধ্যমেয়াদী পরিকল্পনা এবং ভবিষ্যতে নির্বাচিত সরকারের করণীয় বিষয়ে একক সুপারিশমালা তুলে ধরবেন।

গত বছরের ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার গঠন করার পর, রাষ্ট্রের বিভিন্ন খাতে সংস্কারের জন্য ড. মুহাম্মদ ইউনুস ছয়টি সংস্কার কমিশন গঠন করেন। এই কমিশনগুলিকে ৯০ দিনের মধ্যে অর্থাৎ ৩০ ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছিল। পরবর্তীতে নির্ধারিত সময়ের ১৫ দিন পর, ১৫ জানুয়ারি সংবিধান, নির্বাচন কমিশন, পুলিশ সংস্কার এবং দুর্নীতি দমন কমিশন (দুদক) সম্পর্কিত চারটি কমিশনের প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া হয়। অপরদিকে, জনপ্রশাসন ও বিচার বিভাগ সংস্কার কমিশন তাদের প্রতিবেদন গত ৫ ফেব্রুয়ারি জমা দেয়।

সরকার জানিয়েছে, শনিবার সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন ও সুপারিশ রাজনৈতিক দল এবং গণঅভ্যুত্থানের পক্ষের শক্তির কাছে পাঠানো হবে। এরপর, রাজনৈতিক দল এবং গণঅভ্যুত্থানের পক্ষের সব শক্তির সঙ্গে আলোচনা ও সমঝোতার ভিত্তিতে জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম আনুষ্ঠানিক বৈঠক ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে অনুষ্ঠিত হবে। এ বৈঠকের তারিখ রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার পর চূড়ান্ত করা হবে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর