গাজীপুরে সংঘর্ষে আহত শিক্ষার্থীদের দেখতে হাসপাতালে গেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলম।
শুক্রবার রাতে গাজীপুরের ধীরাশ্রম দক্ষিণ খান এলাকায় সংঘর্ষের ঘটনায় অন্তত ১৫ জন আহত হন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।
স্থানীয় সূত্র ও পুলিশের তথ্য অনুযায়ী, রাত ৯টার দিকে একটি দল সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়ির সামনে গিয়ে ভাঙচুরের চেষ্টা করে।
এ সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পরে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের হাসপাতালে পাঠানো হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাজীপুর সমন্বয়ক আব্দুল্লাহ মোহিত দাবি করেছেন, সংঘর্ষের জন্য ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা দায়ী। তবে স্থানীয়দের মতে, ঘটনাটি মূলত দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলার পরিণতি।
এদিকে, সকালে আহতদের দেখতে হাসপাতালে যান গাজীপুর জেলা প্রশাসক নাফিসা আরিফিন ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা আক্তার। তারা আহতদের চিকিৎসা সম্পর্কে খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
গাজীপুর সদর মেট্রো থানার ওসি মো. আরিফুর রহমান জানান, সংঘর্ষের ঘটনায় ১৫ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত ব্যবস্থা নিয়েছে এবং পুরো ঘটনার তদন্ত চলছে।
এসআর
মন্তব্য করুন: