[email protected] বৃহঃস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
৪ বৈশাখ ১৪৩২

ফার্মগেটে বোমা সদৃশ বস্তু, ঘিরে রেখেছে পুলিশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৮ ফেব্রুয়ারি ২০২৫ ২:৫৬ পিএম

ফাইল ছবি

রাজধানীর ফার্মগেট এলাকায় একটি বোমা সদৃশ বস্তু দেখা যাওয়ার পর সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে পুলিশ।

ঘটনাস্থলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট কাজ করছে।

শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ এক ব্যক্তি ফোন করে ফার্মগেটের শেরেবাংলা নগর থানাধীন এলাকায় সন্দেহজনক বস্তু থাকার তথ্য দেন।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকাটি নিরাপত্তার জন্য ঘিরে ফেলে।

শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম আজম বলেন, ‘সন্দেহজনক বস্তু থাকার খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে।

সতর্কতার জন্য তিনটি বস্তু পরীক্ষা করা হচ্ছে। ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত আছেন এবং বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট বিষয়টি খতিয়ে দেখছে।’

পুলিশ জানিয়েছে, যাচাই-বাছাই শেষে প্রকৃত পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানানো হবে। বর্তমানে ঘটনাস্থলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর