[email protected] শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫
২৮ চৈত্র ১৪৩১

আয়নাঘর’ পরিদর্শনে যাবেন প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৬ ফেব্রুয়ারি ২০২৫ ৮:১৮ পিএম

ফাইল ছবি

দেশের আলোচিত ‘আয়নাঘর’ পরিদর্শনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) উপদেষ্টা পরিষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। এসময় দেশি-বিদেশি গণমাধ্যম তার সফর কাভার করবে।

সভায় রমজান উপলক্ষে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে টিসিবির মাধ্যমে পণ্য পরিবহন, ব্যাপকহারে আমদানি ও সরবরাহ ব্যবস্থার সুষ্ঠু পরিচালনা নিয়ে আলোচনা হয়।

পাশাপাশি রমজানে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ও লোডশেডিং এড়ানোর বিষয়ে করণীয় ঠিক করা হয়।

এর আগে, গত ১৯ জানুয়ারি প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিবৃতিতে জানায়, গুমসংক্রান্ত তদন্ত কমিশন (দ্য কমিশন অব এনকোয়ারি অন এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স) প্রধান উপদেষ্টার সঙ্গে এক বৈঠকে মিলিত হয়।

ওই বৈঠকে কমিশনের সদস্যরা গুমের ঘটনার তদন্ত অগ্রগতির বিষয়ে তাকে অবহিত করেন এবং ‘আয়নাঘর’ নামে পরিচিত জিজ্ঞাসাবাদ কেন্দ্র পরিদর্শনের অনুরোধ জানান।

কমিশনের মতে, প্রধান উপদেষ্টার এ পরিদর্শন গুমের শিকার ব্যক্তিদের পরিবারের মধ্যে আশার সঞ্চার করবে। বৈঠকে কিছু গুমের ঘটনার বর্ণনা তুলে ধরা হয়, যার মধ্যে ছয় বছরের শিশুকে গুম করার মতো মর্মান্তিক বিষয়ও উঠে আসে।

প্রধান উপদেষ্টা কমিশনের আহ্বানে সাড়া দিয়ে বলেন, “আপনাদের তদন্তে উঠে আসা ঘটনাগুলো ভয়াবহ ও মর্মস্পর্শী। আমি শিগগিরই ‘আয়নাঘর’ পরিদর্শনে যাব।”

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর