[email protected] শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
৫ বৈশাখ ১৪৩২

আহত সারজিস আলম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৬ ফেব্রুয়ারি ২০২৫ ১:২৫ এএম
আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২৫ ১:২৬ এএম

ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকার ফুলার রোডে এক সড়ক দুর্ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম আহত হয়েছেন।

বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত সোয়া ৯টার দিকে ব্রিটিশ কাউন্সিলের সামনে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সারজিস আলম ঢাবি এলাকা হয়ে বাংলামোটরের কেন্দ্রীয় অফিসে যাচ্ছিলেন।

পথিমধ্যে একটি শিশু হঠাৎ গাড়ির সামনে চলে আসায় চালক দ্রুত ব্রেক করেন। এতে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সঙ্গে ধাক্কা খায়, যার ফলে সারজিস আলম আহত হন।

বিশ্ববিদ্যালয়ের একুশে হলের শিক্ষার্থী শুভ হাওলাদার জানান, দুর্ঘটনার খবর পেয়ে তিনি দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সারজিস আলমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চক্ষু বিভাগে নিয়ে যান।

তার বাম চোখের পাশে কেটে গেছে এবং মাথায় আঘাত লেগেছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. জাবির হোসেন জানান, সারজিস আলমের বাম চোখে সেলাই দেওয়া হয়েছে এবং তিনি বর্তমানে আশঙ্কামুক্ত।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর