[email protected] বৃহঃস্পতিবার, ২ জানুয়ারি ২০২৫
১৯ পৌষ ১৪৩১

তৃতীয় ধাপে উপজেলা নির্বাচনে জয়ী হলেন যারা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩০ মে ২০২৪ ১২:৩০ পিএম

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে দেশের ৮৭ উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ মে) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলে।

 

এ ধাপে আরও ২৩ উপজেলায় ভোট হওয়ার কথা থাকলেও ২৬ মে ও ২৭ মে ঘূর্ণিঝড় রিমাল ও মামলাজনিত কারণে এসব উপজেলায় নির্বাচন স্থগিত করা হয়েছে। এসব উপজেলার মধ্যে ২০ উপজেলায় ভোট হবে আগামী ৯ জুন।

 

ভোটগ্রহণের পর গণনা শেষে রাতে ফলাফল ঘোষণা করা হয়েছে।

নির্বাচনে ঘোষিত ফলাফলে যারা বিজয়ী হয়েছেন, তাদের তালিকা তুলে ধরা হলো-


রাঙামাটি: ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে রাঙামাটিতে তৃতীয় ধাপে দুটি উপজেলা লংগদু ও নানিয়ারচর উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

নানিয়ারচর উপজেলায় চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন আঞ্চলিক রাজনৈতিক দল ইউপিডিএফ মূল দলের অমর জীবন চাকমা।
ভাইস চেয়ারম্যান পদে সুজিত তালুকদার এবং নারী ভাইস চেয়ারম্যান পদে অনিতা চাকমা বিজয়ী হয়েছেন।
লংগদু উপজেলায় চেয়ারম্যান পদে আনারস প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের বাবুল দাশ বাবু।  
ভাইস চেয়ারম্যান পদে জিতেছেন মো. রকিব হোসেন এবং নারী মহিলা ভাইস চেয়ারম্যান বিজয়ী হয়েছেন ফাতেমা জিন্নাহ।
তৃতীয় ধাপে রাঙামাটির তিনটি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ঘূর্ণিঝড় রিমালের প্রভাবের কারণে বাঘাইছড়ি উপজেলায় নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)।

লালমনিরহাট: জেলা সদর উপজেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতীক নিয়ে বেসরকারিভাবে ফের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মো. কামরুজ্জামান সুজন।
ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এরশাদুল করিম রাজু। আর বিনা প্রতিদ্বিন্দিতায় নারী ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন লতিফা বেগম লাকী।

কক্সবাজার: জেলার রামু উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সিরাজুল ইসলাম ভুট্টো (মোটরসাইকেল)।

উখিয়া উপজেলা চেয়ারম্যান বিজয়ী হয়েছেন জাহাঙ্গীর কবির চৌধুরী (আনারস)।

টেকনাফ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জাফর আহম্মদ (আনারস)।
 
নীলফামারী:
 জেলা সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবুজার রহমান আনারস প্রতীক নিয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন টিয়া পাখি প্রতীকে জ্যোতির্ময় রায়। নারী ভাইস চেয়ারম্যান পদে পুনরায় নির্বাচিত হয়েছেন জেলা যুব মহিলা লীগের সভাপতি ও বর্তমান ভাইস চেয়ারম্যান সান্তনা চক্রবর্তী।  
সাতক্ষীরা: জেলার কলারোয়া উপজেলা পরিষদ নির্বাচনে আমিনুল ইসলাম লাল্টু (ঘোড়া প্রতীক) চেয়ারম্যান পদে পুনর্নির্বাচিত হয়েছেন।  ভাইস চেয়ারম্যান পদে শেখ ইমরান হোসেন ও নারী ভাইস চেয়ারম্যান পদে সেলিনা আনোয়ার ময়না নির্বাচিত হয়েছেন।

অপরদিকে জেলা সদর উপজেলা পরিষদ নির্বাচনে লাঙল প্রতীকের প্রার্থী মশিউর রহমান বাবু চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

পাবনা (ঈশ্বরদী) :  ঈশ্বরদী উপজেলায় আনারস প্রতীক নিয়ে এমদাদুল হক রানা সরদার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। আব্দুস সালাম খাঁন ভাইস চেয়ারম্যান ও আতিয়া ফেরদৌস কাকলি মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন।

ফেনী: ফেনী সদর উপজেলায় দ্বিতীয় বারের মতো চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল।

সোনাগাজী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দ্বিতীয় বারের মতো জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জহির উদ্দিন মাহমুদ লিপটন বিজয়ী হয়েছেন।

দাগনভূঞা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে চতুর্থ বারের মতো জেলা আওয়ামী যুবলীগের সভাপতি দিদারুল কবির রতন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

কিশোরগঞ্জ: করিমগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে মোজাম্মেল হক মাখন বিজয়ী হয়েছেন। তাড়াইল উপজেলায় চেয়ারম্যান হয়েছেন জাতীয় পার্টির জহিরুল ইসলাম ভুঁইয়া।

ইটনায় চেয়ারম্যান পদে চৌধুরী কামরুল হাসান বিজয়ী হয়েছেন। মিঠাইনে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন আছিয়া আলম।

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন একেএম সালাহ উদ্দিন টিপু। তৃতীয় মেয়াদে বিজয়ী হয়েছেন তিনি।

ভাইস চেয়ারম্যান পদে জেলা শ্রমিক লীগের আহ্বায়ক মো. ইউসুফ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফরিদা ইয়াসমিন লিকা বিজয়ী হয়েছেন।

দিনাজপুর: দিনাজপুর সদর উপজেলায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমদাদ সরকার। চিরিরবন্দর উপজেলায় নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার সাহা। খানসামা উপজেলায় নির্বাচিত হয়েছেন সহিদুজ্জামান শাহ্।

হবিগঞ্জ: হবিগঞ্জ সদর উপজেলায় মোতাচ্ছিরুল ইসলাম, লাখাইয়ে মুশফিউল আলম আজাদ ও শায়েস্তাগঞ্জ উপজেলায় আব্দুর রশিদ তালুকদার ইকবাল চেয়ারম্যান  নির্বাচিত হয়েছেন।

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সাবেক পৌর মেয়র হালিমুল হক মিরু নির্বাচিত হয়েছেন। এ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে মাহবুবে সোবহান শেখ সজল ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে লাবনী খাতুন বিজয়ী হয়েছেন।

চৌহালী উপজেলায় চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামীলীগের সভাপতি তাজউদ্দিন বিজয়ী হয়েছেন। এ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে আব্দুল কাহ্হার সিদ্দিক ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে জহুরা পারভীন জোসনা বিজয়ী হয়েছেন।

নাটোর: নাটোরের গুরুদাসপুর উপজেলায় চেয়ারম্যান পদে জয়লাভ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি ও জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আহম্মদ আলী মোল্লা (ঘোড়া)।

ভাইস চেয়ারম্যান পদে শরিফুল ইসলাম শরিফ (উড়োজাহাজ) এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোছা. শাহিদা আক্তার মিতা (কলস) নিয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।

অপরদিকে বড়াইগ্রাম উপজেলায় চেয়ারম্যান পদে জয়লাভ করেছেন সাবেক ছাত্রলীগ নেতা প্রভাষক মোয়াজ্জেম হোসেন বাবলু (আনারস)।  

ভাইস চেয়ারম্যান পদে মো. রেজাউল করিম (তালা) এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোছা. চামেলী বেগম (কলস) বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। : 

গাইবান্ধা: জেলার সাদুল্লাপুর উপজেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতীকে রেজাউল করিম রেজা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

ভাইস চেয়ারম্যান পুরুষ পদে  (তালা) মোন্তেজার রহমান চঞ্চল এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে (হাঁস) আকতার বানু লাকী নির্বাচিত হয়েছেন।  

অপরদিকে সুন্দরগঞ্জ উপজেলায় জাতীয় পার্টির মোস্তফা মহসিন লাঙল প্রতীকে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
ভাইস চেয়ারম্যান পদে অজয় কুমার দাস (মাইক)এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ছালমা আক্তার (কলস)নির্বাচিত হয়েছেন।

জামালপুর: জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় রায়হান রহমতুল্লাহ রিমু ও মেলান্দহ উপজেলায় মো. দিদারুল পাশা চেয়ারম্যান পদে বেসরকারিভাবে জয়ী হয়েছেন।  

নোয়াখালী: কোম্পানীগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য গোলাম শরীফ চৌধুরী পিপুল (আনারস)বিজয়ী হয়েছেন।  
বেগমগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. শাহেদ শাহরিয়ার (দোয়াত কলম) বিজয়ী হয়েছেন।  
সদর উপজেলায় চেয়ারম্যান পদে নোয়াখালী জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সাবেক সদস্য ও বর্তমান উপজেলা চেয়ারম্যান এ কে এম সামছুদ্দিন জেহান (আনারস)বিজয়ী হয়েছেন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর