[email protected] মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫
৯ বৈশাখ ১৪৩২

ডিসি-ইউএনওর পদবি পরিবর্তন ও উপজেলায় এএসপির প্রস্তাব

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৫ ফেব্রুয়ারি ২০২৫ ৬:৪৭ পিএম

ফাইল ছবি

জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক (ডিসি) এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) পদবি পরিবর্তনের সুপারিশ করেছে জনপ্রশাসন সংস্কার কমিশন।

কমিশনের প্রস্তাবে বলা হয়েছে, জেলা প্রশাসকের পদবি পরিবর্তন করে 'জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা কমিশনার' এবং ইউএনওর পদবি 'উপজেলা কমিশনার' করার প্রস্তাব করা হয়েছে। এই সুপারিশটি বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে কমিশনের প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী জমা দেন। এরপর যমুনার সামনে প্রধান উপদেষ্টার প্রেস উইং প্রতিবেদনটির নির্বাহী সারসংক্ষেপ প্রকাশ করে।

প্রতিবেদন অনুযায়ী, জেলা কমিশনারকে সিআর মামলা (নালিশি মামলা) গ্রহণের ক্ষমতা দেওয়ার সুপারিশ করা হয়েছে, যাতে তিনি অভিযোগ তদন্তের জন্য স্থানীয় কর্মকর্তাদের বা সমাজের বিশিষ্ট ব্যক্তিদের মাধ্যমে সালিশি বা তদন্ত করার নির্দেশ দিতে পারেন। প্রাথমিক তদন্তে অভিযোগ গ্রহণযোগ্য হলে, থানাকে মামলা গ্রহণের নির্দেশ দিতে পারবেন এবং মামলাটি যথাযথ প্রক্রিয়ায় আদালতে যাবে। এর ফলে সাধারণ নাগরিকদের জন্য মামলা দায়ের সহজ হবে, এবং আদালতের ওপর অযৌক্তিক মামলার চাপ কমবে। তবে, এমন ক্ষেত্রে অভিযোগকারী একই বিষয়ে পুনরায় আদালতে যেতে পারবেন না।

এছাড়া, উপজেলা পর্যায়ে দেওয়ানি ও ফৌজদারি ম্যাজিস্ট্রেট কোর্ট পুনঃস্থাপনের সুপারিশ করেছে কমিশন। এটি বাস্তবায়িত হলে সাধারণ নাগরিকরা আরও সুবিধা পাবেন। এই বিষয়ে সুপ্রিম কোর্টের পরামর্শ নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

পাশাপাশি, 'উপজেলা জননিরাপত্তা কর্মকর্তা' পদ সৃষ্টির সুপারিশও করেছে কমিশন। কমিশন মনে করছে, থানার 'অফিসার ইনচার্জ' এর কাজ ও সার্বিক আইনশৃঙ্খলা রক্ষার তদারকির জন্য উপজেলা পর্যায়ে একজন সহকারী পুলিশ সুপার (এএসপি) কে 'উপজেলা জননিরাপত্তা কর্মকর্তা' হিসেবে পদায়ন করা যেতে পারে।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর