রাজধানী ঢাকার জনসংখ্যা ও সেবার পরিধি বিবেচনায় নিয়ে ‘ভারতের নয়াদিল্লির মতো’ ফেডারেল সরকারের আওতায় একটি বিশেষ শাসনব্যবস্থা, অর্থাৎ ‘রাজধানী মহানগর সরকার’ গঠনের সুপারিশ করেছে জনপ্রশাসন সংস্কার কমিশন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রতিবেদনে রাজধানী কেন্দ্রিক প্রশাসনিক বিকেন্দ্রীকরণ, ডিসিদের পদবী পরিবর্তনসহ সারাদেশকে চারটি প্রদেশে ভাগ করার সুপারিশও অন্তর্ভুক্ত রয়েছে।
উল্লেখ্য, রাষ্ট্র সংস্কার উদ্যোগের অংশ হিসেবে গঠিত ১১ কমিশনের মধ্যে ছয়টি ইতোমধ্যে তাদের প্রতিবেদন জমা দিয়েছে। এর আগে ১৫ জানুয়ারি নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, পুলিশ এবং সংবিধান সংস্কার কমিশনের প্রতিবেদন জমা দেওয়া হয়।
একই দিনে বিচারবিভাগ সংস্কার কমিশনের প্রধান সাবেক বিচারপতি শাহ আবু নাঈম মমিনুর রহমানও তার কমিশনের প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করেছেন।
এসআর
মন্তব্য করুন: