[email protected] শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫
২৮ চৈত্র ১৪৩১

প্রধান উপদেষ্টার কাছে বিচার ও প্রশাসন সংস্কার কমিশনের প্রতিবেদন হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৫ ফেব্রুয়ারি ২০২৫ ৩:৩১ পিএম

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে বিচারবিভাগ ও জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রতিবেদন হস্তান্তর করা হয়েছে।

বুধবার দুপুর ১টার দিকে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আনুষ্ঠানিকভাবে এই প্রতিবেদন জমা দেওয়া হয়।

বিচারবিভাগ সংস্কার কমিশনের প্রধান সাবেক বিচারপতি শাহ আবু নাঈম মমিনুর রহমান এবং জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী প্রধান উপদেষ্টার হাতে প্রতিবেদন দুটি তুলে দেন।

সংস্কার কমিশনের সুপারিশসমূহ

প্রতিবেদনগুলোর বিস্তারিত প্রকাশ করা হয়নি, তবে জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রতিবেদনে শতাধিক সুপারিশ অন্তর্ভুক্ত থাকতে পারে বলে জানা গেছে। কমিশনটি মাঠপর্যায়ে মতামত সংগ্রহ, বিভিন্ন জেলা ও উপজেলা সফর এবং অনলাইন পরামর্শ গ্রহণের মাধ্যমে সুপারিশগুলো চূড়ান্ত করেছে।

গত ৮ আগস্ট সরকার গঠনের পর বিভিন্ন খাতে সংস্কারের লক্ষ্যে ছয়টি কমিশন গঠন করা হয়। এর মধ্যে গত ১৫ জানুয়ারি নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, পুলিশ ও সংবিধান সংস্কার কমিশন তাদের প্রতিবেদন জমা দেয়।

জনপ্রশাসন সংস্কার কমিশন প্রথমে ৩ মাসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার সময়সীমা পায়। পরে মেয়াদ তিন দফা বাড়িয়ে ১৫ ফেব্রুয়ারি নির্ধারণ করা হলেও নির্ধারিত সময়ের আগেই তারা প্রতিবেদন জমা দেয়।

অন্যদিকে, বিচারবিভাগ সংস্কারের লক্ষ্যে গঠিত কমিশন বিচারব্যবস্থাকে আরও স্বাধীন, নিরপেক্ষ ও কার্যকর করার জন্য প্রয়োজনীয় সুপারিশ প্রণয়ন করেছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার অনুমোদনে গত ৩ অক্টোবর এই কমিশন গঠিত হয়।

সরকার সংস্কার প্রক্রিয়ার অংশ হিসেবে এই প্রতিবেদনগুলো মূল্যায়ন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলে আশা করা হচ্ছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর