পাসপোর্ট ইস্যু ও নবায়নের ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন এখন থেকে বাধ্যতামূলক থাকবে না।
এ সংক্রান্ত তথ্য জানা গেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সূত্র থেকে।
মঙ্গলবার, সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নাসিমুল গণির সভাপতিত্বে অনুষ্ঠিত একটি সভায় পাসপোর্ট ইস্যু ও নবায়ন সংক্রান্ত বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করা হয়। সভায় উঠে আসে, পাসপোর্ট ইস্যুর মূল ভিত্তি হিসেবে জাতীয় পরিচয়পত্র ও জন্মনিবন্ধনকে বিবেচনা করা হবে। এই দুটি সঠিক থাকলে পাসপোর্ট দেওয়ার ক্ষেত্রে কোনো বাধা থাকবে না।
একটি সূত্র জানায়, সভায় পাসপোর্টে পুলিশ ভেরিফিকেশন চালু রাখার বিষয়ে বিতর্ক ছিল, তবে অধিকাংশ প্রতিনিধি পুলিশ ভেরিফিকেশন তুলে দেওয়ার পক্ষে মত দিয়েছেন। সভায় পরবর্তী সময়ে আরেকটি সভা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
পাসপোর্টের জটিলতা নিরসনের লক্ষ্যে প্রয়োজনীয় সুপারিশও প্রণয়ন করা হয়েছে। উপদেষ্টা পরিষদের নির্দেশনায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পর এ-সংক্রান্ত আদেশ জারি করা হবে। সভায় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা কার্যালয়ের সচিব সাইফুল্লাহ পান্না, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব শেখ আবু তাহের, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. রুহুল আমিন, বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল নূরুল আনোয়ার, নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় নিবন্ধন বিভাগের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) এ এস এম হুমায়ুন কবীর, বাংলাদেশ পুলিশ, স্থানীয় সরকার বিভাগ, আইন মন্ত্রণালয়সহ বিভিন্ন সরকারি বিভাগের প্রতিনিধিরা।
এসআর
মন্তব্য করুন: