[email protected] মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫
৯ বৈশাখ ১৪৩২

ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট আবার চালু হচ্ছে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩ ফেব্রুয়ারি ২০২৫ ১১:০৯ পিএম

ফাইল  ছবি

প্রায় সাত বছর পর ঢাকা এবং করাচির মধ্যে সরাসরি ফ্লাইট চালু হতে যাচ্ছে।

পাকিস্তানের এয়ারলাইনস 'ফ্লাই জিন্নাহ' এই রুটে ফ্লাইট পরিচালনার অনুমোদন পেয়েছে। এর আগে, ২০১৮ সালে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনস (পিআইএ) ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট পরিচালনা করেছিল।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এর চেয়ারম্যান এয়ারভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভুঁইয়া সংবাদমাধ্যমকে জানিয়েছেন, পাকিস্তান সরকার আমাদের কাছে এই রুটে ফ্লাইট চালানোর জন্য আবেদন করেছিল, এবং আমরা প্রায় দুই সপ্তাহ আগে তাদের অনুমোদন দিয়েছি। তিনি আরও বলেন, পাকিস্তান এয়ারলাইনস তাদের স্থানীয় প্রতিনিধি নিয়োগ করবে, এরপর ফ্লাইটের স্লট ও ফ্রিকোয়েন্সি চাইলে তা দেওয়া হবে।

ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট চালু হতে কেমন সময় লাগতে পারে, এমন প্রশ্নের জবাবে বেবিচক চেয়ারম্যান বলেন, "এটি পুরোপুরি এয়ারলাইনসটির কাজ সম্পন্নের ওপর নির্ভর করছে।"

গত ২ সেপ্টেম্বর পাকিস্তানের হাই কমিশনার আহমদ মারুফ স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে দুই দেশের মধ্যে সরাসরি ফ্লাইট চালুর বিষয়টি গুরুত্বসহকারে তুলে ধরেন।

ঢাকা থেকে করাচি পর্যন্ত আকাশপথের দূরত্ব প্রায় ২ হাজার ৩৭০ কিলোমিটার। সরাসরি ফ্লাইট না থাকায়, যাত্রীদের মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ দিয়ে ট্রানজিট ফ্লাইট নিতে হয়, যার কারণে ভাড়া বৃদ্ধি পেয়েছে। ২০১৯ সালে ৫০-৫৫ হাজার টাকার ভাড়া বর্তমানে গড়ে এক লাখ টাকারও বেশি হয়ে গেছে। ট্রানজিট ফ্লাইটের কারণে ঢাকা থেকে করাচি যেতে আট থেকে ১২ ঘণ্টা সময় লাগলেও, কিছু ক্ষেত্রে ১৮ থেকে ২২ ঘণ্টাও সময় লাগে।

সরাসরি ফ্লাইট চালু হলে এ রুটে ভাড়া কমে আসবে। বর্তমানে ইকোনমি ক্লাসে রিটার্ন টিকেটের ভাড়া ৮৫ হাজার থেকে ১ লাখ ২০ হাজার টাকার মধ্যে হয়ে থাকে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর