[email protected] রবিবার, ৬ এপ্রিল ২০২৫
২৩ চৈত্র ১৪৩১

আ.লীগের লিফলেট বিতরণ করলে গ্রেপ্তার: প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩ ফেব্রুয়ারি ২০২৫ ১০:৫৯ পিএম

ফাইল ছবি

আওয়ামী লীগের লিফলেট বিতরণ করলে গ্রেপ্তার করা হবে, এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা’র প্রেস সচিব শফিকুল আলম।

সোমবার (০৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।

প্রেস সচিব বলেন, "আমাদের কঠোর বার্তা, যারা পতিত সরকারের পক্ষে কর্মসূচি পালন করবে, তাদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। আওয়ামী লীগের লিফলেটে যেসব বক্তব্য রয়েছে, তা অত্যন্ত আপত্তিকর। সুতরাং, যারা এই লিফলেট বিতরণ করবে তাদের গ্রেপ্তার করা হবে।"

এ সময় তিনি আরও বলেন, "৫ আগস্টের পর সংখ্যালঘু নির্যাতন নিয়ে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মিথ্যা তথ্য এবং প্রোপাগান্ডা চালাচ্ছে। ঐক্য পরিষদ জানিয়েছে যে, ৫ আগস্টের পর ২৩ জন মারা গেছেন, যা মিথ্যা। এছাড়া ১৭৪টি ঘটনার কথা জানানো হয়েছে, তবে পুলিশ তদন্তে সেগুলোর সত্যতা পায়নি।"

এতে আরও উপস্থিত ছিলেন উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার, সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ প্রমুখ।

তিতুমীর শিক্ষার্থীদের রেললাইন অবরোধ: জনগণই তাঁদের তুলে নেবে—স্বরাষ্ট্র উপদেষ্টা

এদিকে, তিতুমীর সরকারি কলেজের শিক্ষার্থীরা রেললাইন অবরোধ করায় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী মন্তব্য করেছেন যে, জনগণই তাঁদের তুলে দেবে। সোমবার (০৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে শহীদ দিবস সংক্রান্ত আইনশৃঙ্খলা ও কোর কমিটির সভা শেষে তিনি বলেন, "জনগণ অতিষ্ঠ হয়ে গেছে। তিতুমীর কলেজের শিক্ষার্থীরা রেললাইন অবরোধ করে জনসাধারণের ভোগান্তি সৃষ্টি করছে। জনগণই এখন তাদের তুলে নেবে।"

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর