[email protected] শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫
২৮ চৈত্র ১৪৩১

অনলাইনে মামলা দায়েরের ব্যবস্থা চালুর নির্দেশ প্রধান উপদেষ্টার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩ ফেব্রুয়ারি ২০২৫ ৫:৫০ পিএম

ফাইল ছবি

দেশব্যাপী অনলাইনে মামলা দায়েরের ব্যবস্থা চালু করতে পুলিশের প্রতি নির্দেশনা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

থানায় না গিয়েই অনলাইনে অভিযোগ দাখিলের সুযোগ তৈরি করতে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

সোমবার (৩ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উচ্চপর্যায়ের এক বৈঠকে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার সময় তিনি এ নির্দেশ দেন।

প্রধান উপদেষ্টা বলেন, "অনলাইনে মামলা দায়েরের ব্যবস্থা চালু হলে অভিযোগ দাখিলের প্রক্রিয়া সহজ হবে এবং ভুক্তভোগীরা হয়রানি এড়াতে পারবেন।" তিনি পুলিশের জন্য একটি ডেডিকেটেড কল সেন্টার চালুর নির্দেশ দেন, যাতে অনলাইন মামলা দায়ের নিয়ে জনগণের প্রশ্নের উত্তর দ্রুত দেওয়া যায়।

তিনি আরও বলেন, "যারা অনলাইনে মামলা করতে অসুবিধায় পড়বেন, তারা যেন সহজেই কল সেন্টারের সহায়তা নিতে পারেন।"

নতুন হেল্পলাইন নম্বর চালুর নির্দেশ

প্রধান উপদেষ্টা পরামর্শ দেন যে, পুলিশের জন্য একটি নির্দিষ্ট কল নম্বর (যেমন: ৯৯৯-এর মতো) চালু করা উচিত, যাতে অভিযোগকারীরা দেশের যেকোনো স্থান থেকে অনলাইনে প্রাথমিক তথ্য বিবরণী (এফআইআর) দাখিল করতে পারেন। এ বিষয়ে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমকে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেন তিনি।

বৈঠকে উপস্থিত ছিলেন, স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরী, স্বরাষ্ট্র সচিব নাসিমুল গণি প্রমুখ। 

সরকারের এ উদ্যোগকে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর