[email protected] শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫
২১ চৈত্র ১৪৩১

সমালোচনা করলে অনেক উপদেষ্টা ক্ষেপে যান: রুহুল কবির রিজভী

সাইদুর রহমান

প্রকাশিত: ৩ ফেব্রুয়ারি ২০২৫ ১:৩৯ পিএম
আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২৫ ১:৪০ পিএম

রুহুল কবির রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ অভিযোগ করেছেন যে অন্তর্বর্তী সরকারের অনেক উপদেষ্টা সমালোচনা সহ্য করতে পারেন না।

সোমবার রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি বলেন, “সমালোচনা করলে অনেক উপদেষ্টাই খেপে যান। গণতন্ত্রে বিরোধী দল সমালোচনা করবে—এর মধ্য দিয়েই সরকার সংশোধিত হবে। সমালোচনা নিতে না পারলে পদত্যাগ করে রাজনৈতিক দল গঠন করুন।”

 

তিনি আরও বলেন, “সুষ্ঠু নির্বাচন, বিচার বিভাগের স্বাধীনতা ও আইনের শাসন নিশ্চিত করতে হবে। এই দেশে রাজনৈতিক আন্দোলন কিংবা বিক্ষোভ দমনে পুলিশের গুলি ব্যবহার চিরদিনের জন্য নিষিদ্ধ করা প্রয়োজন। আর কোনো বর্বর শাসন বা আইন প্রতিষ্ঠা করা যাবে না।”

 

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ তুলে রিজভী বলেন, “শেখ হাসিনা পার্শ্ববর্তী দেশে অবস্থান নিয়ে বিভিন্ন চক্রান্ত ও উসকানিমূলক কাজের নির্দেশ দিচ্ছেন। ক্ষমতা ফিরে পেতে মরিয়া হয়ে অনলাইনে হরতাল-অবরোধের মতো কর্মসূচি চালাচ্ছে আওয়ামী লীগ।”

 

দেশে এমন রাজনৈতিক সংস্কারের দাবি জানিয়ে তিনি বলেন, “আমাদের এমন ব্যবস্থা করতে হবে যাতে কোনো সরকার রক্তচক্ষু দেখিয়ে জনগণকে দমন করতে না পারে।”

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর