[email protected] শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
৫ বৈশাখ ১৪৩২

ঘন কুয়াশায় কলকাতা ও সিলেটে নামল ঢাকার ৬ ফ্লাইট

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩ ফেব্রুয়ারি ২০২৫ ১২:৩৬ পিএম

ঘন কুয়াশার কারণে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নির্ধারিত সময়ে অবতরণ করতে না পেরে ছয়টি ফ্লাইট সিলেট ও কলকাতায় অবতরণ করেছে।

বিমানবন্দর ও বিমান সংস্থাগুলোর সূত্র জানায়, ডাইভার্ট করা ফ্লাইটগুলোর মধ্যে কুয়েত থেকে জাজিরা এয়ারওয়েজ, মাস্কাট থেকে সালাম এয়ার, দুবাই থেকে ইউএস বাংলা, দোহা থেকে কাতার এয়ারওয়েজ এবং কুয়ালালামপুর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট ছিল।

পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর এসব ফ্লাইট পর্যায়ক্রমে ঢাকায় ফিরে আসতে শুরু করে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ মহাব্যবস্থাপক বুশরা ইসলাম জানান, বিমানের একটি ফ্লাইট, যা ভোর ৪টা ২০ মিনিটে সিলেটে অবতরণ করেছিল, সেটি সকাল ১০টার দিকে ঢাকায় ফিরে আসে।

বিমান চলাচলে ঘন কুয়াশার প্রভাব নতুন নয়। তবে যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে এ ধরনের পরিস্থিতিতে ফ্লাইট ডাইভারশন একটি স্বাভাবিক ব্যবস্থা বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর