[email protected] বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
৩ বৈশাখ ১৪৩২

সাত কলেজের জন্য নতুন বিশ্ববিদ্যালয়ের নাম হতে পারে ‘জুলাই ৩৬ বিশ্ববিদ্যালয়’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩০ জানুয়ারি ২০২৫ ১০:৩১ পিএম

ফাইল ছবি

রাজধানীর সাতটি সরকারি কলেজের জন্য পৃথক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরিকল্পনা করছে সরকার।

সম্ভাব্য নাম হিসেবে ‘জুলাই ৩৬ বিশ্ববিদ্যালয়’ প্রস্তাব করা হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

বৃহস্পতিবার ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক এস এম এ ফায়েজের নেতৃত্বে গঠিত কমিটি শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদের সঙ্গে বৈঠক করে।

সেখানেই এই নামের প্রস্তাব আসে। ইউজিসির চেয়ারম্যান জানান, কয়েকটি নামের মধ্যে ‘জুলাই ৩৬ বিশ্ববিদ্যালয়’ বিশেষভাবে তাদের নজর কেড়েছে। তবে শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে চূড়ান্ত নাম নির্ধারণ করা হবে।

ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ—এই সাতটি কলেজের জন্য নতুন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে।

বর্তমানে এসব কলেজে প্রায় দুই লাখ শিক্ষার্থী এবং এক হাজারের বেশি শিক্ষক রয়েছেন।

সম্প্রতি শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে এসব কলেজে আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ভর্তি নেওয়া হবে না।

ফলে সাত কলেজের জন্য পৃথক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রক্রিয়া আরও গুরুত্ব পাচ্ছে। ইউজিসির গঠিত কমিটি শিক্ষার্থীদের সঙ্গে ধারাবাহিকভাবে বৈঠক করছে এবং অন্তর্বর্তী প্রশাসন গঠনের বিষয়েও আলোচনা চলছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর