[email protected] মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫
৯ বৈশাখ ১৪৩২

শিবলী রুবাইয়াতসহ ৯ জনের পাসপোর্ট বাতিল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯ জানুয়ারি ২০২৫ ১২:৩২ পিএম

ফাইল ছবি

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সাবেক চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল-ইসলামসহ ৯ জনের পাসপোর্ট বাতিল করেছে সরকার।

পাশাপাশি, তাদের দেশত্যাগেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় গত সপ্তাহে এই সিদ্ধান্ত নেয়।

পাসপোর্ট বাতিল হওয়া অন্য কর্মকর্তারা হলেন—বিএসইসির সাবেক কমিশনার শেখ শামসুদ্দিন আহমেদ, নির্বাহী পরিচালক মাহবুবুল আলম, সাইফুর রহমান, রেজাউল করিম, পরিচালক শেখ মাহবুব-উর-রহমান, মোহাম্মদ মাহমুদুল হক, অতিরিক্ত পরিচালক এস কে মো. লুৎফুল কবির ও যুগ্ম পরিচালক মো. রশীদুল আলম।

তদন্ত সংস্থাগুলোর দাবি, দায়িত্বে থাকাকালীন তারা শেয়ারবাজারে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন করেছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স বিভাগের অধ্যাপক শিবলী রুবাইয়াত ২০২০ সালের ১৭ মে বিএসইসির চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন।

পুনর্নিয়োগের পর গত বছরের ১৬ মে তিনি দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেন। তবে ছাত্র-জনতার অভ্যুত্থানের পর ১০ আগস্ট তিনি পদত্যাগ করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার বিভাগে ফেরেন।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, শিবলী রুবাইয়াত স্বশরীরে উপস্থিত না হয়ে একজন প্রতিনিধির মাধ্যমে যোগদানপত্র জমা দেন, তবে তিনি এখনো ক্লাস নিচ্ছেন না।

এর আগে, দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে গত ৯ অক্টোবর আদালত শিবলী রুবাইয়াতের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি করেন।

দুদকের অভিযোগ, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে তিনি বিপুল সম্পদ অর্জন করেছেন, যা বর্তমানে তদন্তাধীন। এ কারণে তার দেশত্যাগের আশঙ্কায় এই পদক্ষেপ নেওয়া হয়।

এছাড়া, শিবলী রুবাইয়াত ও তার ছেলে জুহায়ের সারার ইসলামের ব্যাংক হিসাব এবং সব বিও (বেনিফিশিয়ারি ওনার্স) হিসাব স্থগিত করা হয়েছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর