গণমাধ্যমের দায়িত্ব পালন করতে গিয়ে শহীদ হওয়া পাঁচ সাংবাদিকের পরিবারের হাতে প্রতিশ্রুত এক কোটি টাকার চেক আজ বুধবার আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হবে।
গত ৯ জানুয়ারি কালের কণ্ঠের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শহীদ সাংবাদিকদের পরিবারের প্রতি সম্মান জানিয়ে তাদের প্রত্যেককে দুই লাখ টাকার চেক ও সম্মাননা স্মারক দেওয়া হয়।
ওই অনুষ্ঠানে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান পাঁচ শহীদ পরিবারের জন্য এক কোটি টাকা সহায়তার ঘোষণা দেন।
ঘোষণা অনুযায়ী, আজ এই সহায়তা প্রদান করা হবে এবং প্রত্যেকের নামে নির্দিষ্ট পরিমাণ অর্থ ফিক্সড ডিপোজিট করে, এর মাসিক মুনাফা দিয়ে পরিবারগুলোর ভরণ-পোষণের ব্যবস্থা করার অনুরোধ জানানো হয়েছে।
শহীদ পাঁচ সাংবাদিক হলেন—ঢাকা টাইমসের জ্যেষ্ঠ প্রতিবেদক হাসান মেহেদী, দ্য রিপোর্ট ডটলাইভের সাবেক ভিডিও জার্নালিস্ট তাহির জামান প্রিয়, দৈনিক ভোরের আওয়াজের গাজীপুর প্রতিনিধি শাকিল হোসেন, দৈনিক নয়া দিগন্তের সিলেট ব্যুরোপ্রধান আবু তাহের তুরাব এবং দৈনিক খবরপত্রের সাংবাদিক প্রদীপ ভৌমিক।
গত ১৮ জুলাই রাজধানীর যাত্রাবাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংবাদ সংগ্রহের সময় গুলিতে নিহত হন সাংবাদিক হাসান মেহেদী।
তার স্ত্রী ফারহানা ইসলাম পপি এই সহায়তা সম্পর্কে কালের কণ্ঠকে বলেন, "আলহামদুলিল্লাহ, সন্তান দুটিকে মানুষের মতো গড়ে তোলার জন্য একটু আশার আলো পেলাম।
এসআর
মন্তব্য করুন: