[email protected] রবিবার, ৬ এপ্রিল ২০২৫
২৩ চৈত্র ১৪৩১

৩১ দফা শুধু বিএনপির নয়, সব দলের : তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮ জানুয়ারি ২০২৫ ৮:২৭ পিএম

ফাইল ছবি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ৩১ দফা কেবল বিএনপির দাবি নয়, এটি সব দলের।

এটি জনগণের দাবি, যা বাস্তবায়নে সকলের একসঙ্গে কাজ করা প্রয়োজন। তিনি দলের নেতাকর্মীদের ৩১ দফার গুরুত্ব জনগণের কাছে তুলে ধরার আহ্বান জানান।

মঙ্গলবার বিকেলে বাগেরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত বিএনপির "রাষ্ট্র কাঠামো মেরামত বিষয়ক ৩১ দফা ও জনসম্পৃক্তি" কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান এসব কথা বলেন।

তিনি বলেন, "গত ১৫ বছরে দেশের সামগ্রিক অগ্রগতি স্থবির হয়েছে। প্রতিটি সেক্টরে পিছিয়ে পড়েছে বাংলাদেশ। জনগণের মুক্তি নিশ্চিত করতে রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকারের সমন্বয় প্রয়োজন। বিএনপি এই লক্ষ্যেই কাজ করছে। দলের শৃঙ্খলা বজায় রেখে নেতাকর্মীদের জনগণের সঙ্গে সম্পর্ক জোরদার করতে হবে।"

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক এটিএম আকরাম হোসেন তালিম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ড. মাহাদি আমিন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আনিন্দ ইসলাম অমিত, গবেষণা সম্পাদক শামীমুর রহমান শামীমসহ জেলা ও কেন্দ্রীয় নেতারা।

কর্মশালায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ড. ফরিদুল ইসলাম, মহিলা দলের সভাপতি শাহিদা আক্তার, যুবদল নেতা হারুন অর রশীদ, ছাত্রদল নেতা আলী সাদ্দাম দীপসহ প্রায় সহস্রাধিক নেতাকর্মী।

তারেক রহমান দলীয় শৃঙ্খলা বজায় রাখার ওপর জোর দিয়ে বলেন, "সমাজে ভালো ও খারাপ উভয় ধরনের মানুষ থাকে। যারা দলের ভাবমূর্তি নষ্ট করবে, তাদের সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক থাকবে না।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর