[email protected] বুধবার, ২৩ এপ্রিল ২০২৫
৯ বৈশাখ ১৪৩২

রমজানে ওএমএসে ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি করবে সরকার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮ জানুয়ারি ২০২৫ ৫:৫৭ পিএম

ফাইল ছবি

আসন্ন রমজান উপলক্ষ্যে নিম্ন আয়ের মানুষের জন্য সরকার ওএমএস কর্মসূচির আওতায় প্রতি কেজি ৩০ টাকা দরে চাল বিক্রির সিদ্ধান্ত নিয়েছে।

দেশের ৬৪ জেলার ৪২৪টি উপজেলায় এই কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

মঙ্গলবার খাদ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফেব্রুয়ারি থেকে ৬১ জেলার ৪০১টি উপজেলায় প্রতিদিন ৩ মেট্রিক টন করে এবং তিন পার্বত্য জেলার ২৩টি উপজেলায় ১ মেট্রিক টন করে চাল বিক্রি করা হবে। মোট ৮৪৮টি কেন্দ্রে চাল বিতরণের এই কার্যক্রম চলবে।

এছাড়া ঢাকা মহানগর, জেলা সদর পৌরসভা, ৮টি সিটি করপোরেশন এবং শ্রমঘন এলাকাগুলোর (ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদী ও গাজীপুর) ৯০৬টি কেন্দ্রে প্রতিদিন ১ টন করে চাল বিক্রি করা হবে। বিশেষভাবে সচিবালয় কেন্দ্রে দৈনিক ২ মেট্রিক টন চাল বরাদ্দ থাকবে।

প্রতি কেজি চালের দাম নির্ধারণ করা হয়েছে ৩০ টাকা, এবং একজন ব্যক্তি সর্বোচ্চ ৫ কেজি চাল কিনতে পারবেন।

সরকার এ উদ্যোগের মাধ্যমে রমজানে নিম্ন আয়ের মানুষের খাদ্যসুবিধা নিশ্চিত করতে চায়।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর