[email protected] শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
৫ বৈশাখ ১৪৩২

সারাদেশে বন্ধ হলো ট্রেন চলাচল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮ জানুয়ারি ২০২৫ ২:০৮ এএম

ফাইল ছবি

মূল বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন ও আনুতোষিক সুবিধা দেওয়ার জটিলতা নিরসনে ব্যর্থ হওয়ায় বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফরা কর্মবিরতিতে গেছেন।

এর ফলে মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাত ১২টার পর থেকে সারাদেশে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

রানিং স্টাফদের কর্মবিরতির কারণে প্রারম্ভিক স্টেশন থেকে কোনো ট্রেন ছাড়েনি।

রানিং স্টাফদের মধ্যে ট্রেন চালক, গার্ড ও টিকিট চেকাররা রয়েছেন।

রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী সমিতির ঢাকা বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক সাঈদুর রহমান বলেন, “আমরা রেল ভবন থেকে কোনো সিদ্ধান্ত পাইনি। আমাদের দাবি আদায়ে আমরা অটল রয়েছি।”

রাতে ঢাকা রেলওয়ে স্টেশনের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, রাত ১২টার পর কোনো ট্রেন ছাড়ছে না। ফলে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।

রানিং স্টাফদের অভিযোগ, তারা দীর্ঘদিন ধরে অবসরকালীন সময়ে মূল বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন পেয়ে আসছিলেন।

কিন্তু ২০২০ সালে অর্থ মন্ত্রণালয়ের এক নির্দেশনার পর থেকে এই সুবিধা বাতিল করা হয়। এর ফলে রানিং স্টাফদের পেনশন ও আনুতোষিক সুবিধা কমে যায়।

২০২২ সালের ৪ এপ্রিল এ বিষয়ে রানিং স্টাফদের আন্দোলনের জেরে অর্থ মন্ত্রণালয় তাদের আগের সুবিধা ফিরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছিল।

কিন্তু পরবর্তীতে তা বাস্তবায়িত না হওয়ায় কর্মচারীদের মধ্যে ক্ষোভ বাড়ে। ২০২3 সালের ১১ জুন রেলওয়ের তৎকালীন মহাপরিচালক মাইলেজ যোগ করে পেনশন সুবিধা দেওয়ার নির্দেশনা দিলেও অর্থ মন্ত্রণালয় পুনরায় আপত্তি জানায়।

সর্বশেষ, ২০২৫ সালের ২৩ জানুয়ারি অর্থ মন্ত্রণালয়ের সংশোধিত চিঠিতে জানানো হয়, রানিং অ্যালাউন্স মূল বেতনের অংশ হিসেবে গণ্য করা হবে না।

রানিং স্টাফদের পক্ষ থেকে জানানো হয়, “৮ ঘণ্টার বেশি কাজ করার জন্য অতিরিক্ত ভাতা না দিলে আমরা কাজ করতে রাজি নই। এটা ১৬০ বছরের একটি প্রচলিত নিয়ম। হঠাৎ করে তা বন্ধ করে দেওয়া হলে আমরা মানতে পারি না।”

রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান জানিয়েছেন, এই সমস্যার সমাধান অর্থ মন্ত্রণালয়ের হাতে। তিনি বলেন, “আমরা অর্থ মন্ত্রণালয়ে বিষয়টি পাঠিয়েছি।

এটা শুধু রেলের দাবি নয়, অনেক বিভাগের এমন দাবি রয়েছে। আলোচনা করে সমাধান বের করতে হবে।”

রানিং স্টাফরা জানিয়েছেন, অর্থ মন্ত্রণালয়ের স্পষ্টীকরণ চিঠি ছাড়া তারা আন্দোলন থেকে সরে আসবেন না। তারা বলেন, “আমরা অনেক সময় দিয়েছি। কিন্তু এবার কোনো ছাড় দেওয়ার সুযোগ নেই।

রানিং স্টাফদের কর্মবিরতির ফলে যাত্রীদের দুর্ভোগ চরমে উঠেছে। দ্রুত সমস্যা সমাধানের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন সাধারণ যাত্রীরা।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর