[email protected] বুধবার, ২৩ এপ্রিল ২০২৫
৯ বৈশাখ ১৪৩২

ঢাবি-সাত কলেজ সংঘর্ষ ইস্যুতে মন্তব্য করলেন আজহারী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০২৫ ৭:৫১ পিএম

ফাইল  ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পালটা ধাওয়ার ঘটনা নিয়ে কথা বলেছেন আলোচিত ইসলামী বক্তা ড. মিজানুর রহমান আজহারী।

সোমবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে আজহারী বলেন, “শকুনদের টার্গেট হচ্ছে শিক্ষার্থীদের ঐক্য নষ্ট করা। ঐক্য ভাঙার মতো নির্বুদ্ধিতাপূর্ণ কোনো কাজ আর হতে পারে না। ঐক্যবদ্ধ থাকলে, দেশীয় বা আন্তর্জাতিক কোনো ষড়যন্ত্র মোকাবিলা করা সম্ভব ইনশাআল্লাহ।”

এর আগে, রোববার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে সায়েন্সল্যাব মোড় অবরোধ করে সাত কলেজের শিক্ষার্থীরা। তারা একই সঙ্গে রাজধানীর টেকনিক্যাল মোড় ও তাঁতীবাজারেও সড়ক অবরোধ করেন। পরবর্তীতে রাতভর ঢাকা বিশ্ববিদ্যালয় ও সাত কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পালটা ধাওয়া চলতে থাকে। তবে সকালে পরিস্থিতি শান্ত হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি (শিক্ষা) অধ্যাপক মামুন আহমেদের বিরুদ্ধে অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করার অভিযোগ উঠেছিল। সায়েন্সল্যাব অবরোধের পর প্রোভিসি বাসভবনের দিকে যাওয়ার চেষ্টা করলে এ ঘটনাকে কেন্দ্র করে রোববার রাত ১১টা থেকে ভোর ৩টা পর্যন্ত ধাওয়া-পালটা ধাওয়া হয়।

এ উত্তেজনা পরিস্থিতি মোকাবিলায় ঢাকা বিশ্ববিদ্যালয় জরুরি মিটিং ডেকে সোমবারের সব ক্লাস ও পরীক্ষা স্থগিত ঘোষণা করে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর