ঢালিউড অভিনেত্রী পরীমনি আজ সোমবার আদালতে আত্মসমর্পণ করবেন, এই তথ্য নিশ্চিত করেছেন তার আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী।
তিনি রোববার সন্ধ্যায় সংবাদমাধ্যমকে এ বিষয়ে তথ্য জানান।
এর আগে, সকালে ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। আদালত তার সময় আবেদনটি নামঞ্জুর করে এবং চার্জশিট গঠনের আদেশ দেন।
২০২১ সালের ৬ জুলাই, বোটক্লাবের সভাপতি ও ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ পরীমনির বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। এই মামলায় পরীমনির গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করেন আইনজীবী সোহেল। পরবর্তী সময়ে, পরীমনির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী সময় বৃদ্ধির আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে এবং চার্জ গঠন করে। আগামী ২০ মার্চ সাক্ষ্যগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে।
এসআর
মন্তব্য করুন: