[email protected] শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫
২১ চৈত্র ১৪৩১

বাংলাদেশ ব্যাংকে এস কে সুরের লকারে বিপুল পরিমাণ স্বর্ণ ও বিদেশি মুদ্রা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০২৫ ৮:৫৩ এএম

ফাইল ছবি

দুর্নীতি দমন কমিশন (দুদক) বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার সুর চৌধুরী, বা এস কে সুর, এর তিনটি লকার থেকে বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা, স্বর্ণালংকার ও টাকা উদ্ধার করেছে।

দুদকের পরিচালক (উপসচিব) কাজী সায়েমুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন।

রোববার দীর্ঘ ছয় ঘণ্টার অভিযানের পর দুদকের ৭ সদস্যের দল বাংলাদেশ ব্যাংকের লকারগুলো খুলে মালামাল উদ্ধার করতে সক্ষম হয়। লকারগুলো থেকে ৫৫ হাজার ইউরো, ১ লাখ ৬৯ হাজার ৩০০ মার্কিন ডলার, ১ হাজার ৫ গ্রাম স্বর্ণালংকার এবং ৭০ লাখ টাকার এফডিআর (ফিক্সড ডিপোজিট রিসিট) উদ্ধার করা হয়।

কাজী সায়েমুজ্জামান জানান, সকালে অভিযান শুরু হলেও বিকাল ৩টার দিকে তারা লকার খোলার চেষ্টা করেন। বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের লকারে এস কে সুরের নামে থাকা তিনটি বক্স থেকে উদ্ধার হওয়া মালামাল বর্তমানে বাংলাদেশ ব্যাংকের হেফাজতে রাখা হয়েছে।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর