সরকারি উদ্যোগে শিক্ষার্থীদের বিনামূল্যে বই বিতরণের প্রচেষ্টা ব্যাহত করার লক্ষ্যে অসাধু একটি চক্র মজুত করা পাঠ্যবই খোলাবাজারে বিক্রি করছিল।
এ ধরনের কর্মকাণ্ডের অভিযোগে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি দক্ষিণ) একটি বিশেষ অভিযান পরিচালিত হয়।
অভিযানে আনুমানিক ৮ লাখ টাকা মূল্যের প্রায় ১০ হাজার সরকারি পাঠ্যবই জব্দ করা হয়েছে। একই সঙ্গে এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাজধানীর মিন্টু রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ডিবি দক্ষিণের যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম এসব তথ্য জানান।
আটককৃতরা হলেন সিরাজুল ইসলাম উজ্জ্বল (৫৫) ও মো. দেলোয়ার হোসেন (৫৬)।
তিনি জানান, সরকারি উদ্যোগে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ করা হয়।
বছরের শুরুতে শিক্ষার্থীরা নতুন বই পেয়ে উচ্ছ্বাসিত হয়। কিন্তু একটি চক্র সরকারের এই উদ্যোগকে ব্যাহত করে নিজেদের আর্থিক লাভের জন্য বই মজুত করে খোলাবাজারে বিক্রি করছিল।
গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২২ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে সূত্রাপুরের বাংলা বাজার ইস্পাহানি গলিতে ডিবি পুলিশের একটি দল অভিযান চালায়।
অভিযানে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের প্রথম থেকে দশম শ্রেণি পর্যন্ত প্রায় ১০ হাজার বই উদ্ধার করা হয়। এ সময় বই মজুত ও বিক্রির সঙ্গে জড়িত দুইজনকে আটক করা হয়।
প্রাথমিক তদন্তে জানা গেছে, আটককৃতরা বছরের শুরুতেই বই মজুত করে সেগুলো অবৈধভাবে বিক্রির মাধ্যমে আর্থিকভাবে লাভবান হচ্ছিল।
এ ঘটনায় জড়িত অন্যান্যদের শনাক্ত করে গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে।
আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান যুগ্ম কমিশনার।
এসআর
মন্তব্য করুন: