[email protected] শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫
২৮ চৈত্র ১৪৩১

কিছু ক্ষেত্রে সরকার নিরপেক্ষ থাকতে পারছে না : মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩ জানুয়ারি ২০২৫ ৪:০১ পিএম

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন যে অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষতা বজায় রাখতে ব্যর্থ হচ্ছে।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন যে অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষতা বজায় রাখতে ব্যর্থ হচ্ছে। 

তিনি তাদের প্রতি নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন।

আজ বৃহস্পতিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে ঊনসত্তরের গণ-অভ্যুত্থানের শহীদ আসাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মির্জা ফখরুল।

আলোচনায় উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, জহির উদ্দিন স্বপন, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি এবং শহীদ আসাদের ভাই ডা. আজিজুল্লাহ এম. নুরুজ্জামান নূর।

নির্বাচন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘গত ১৫ বছর ধরে জনগণ প্রকৃত অর্থে নির্বাচনের অধিকার থেকে বঞ্চিত। এই নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার ফিরে পাওয়ার সুযোগ তৈরি হতে পারে। তবে, সরকার যদি বিষয়টিকে বিতর্কিত করে, তাহলে জনগণ আবারও তাদের অধিকার হারাবে।’

তিনি জনগণের ভোটাধিকার নিশ্চিত করার জন্য সবার প্রতি সহযোগিতার আহ্বান জানান।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর