[email protected] মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫
৯ বৈশাখ ১৪৩২

শাহজালাল বিমানবন্দরে ফের বোমা হামলার হুমকি, তল্লাশিতে মেলেনি কিছু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩ জানুয়ারি ২০২৫ ১১:০৪ এএম

ফাইল ছবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফের বোমা হামলার হুমকির ঘটনা ঘটেছে।

তবে তল্লাশি চালিয়ে কর্তৃপক্ষ কোনো বিস্ফোরক কিংবা সন্দেহজনক কিছু খুঁজে পায়নি।

বুধবার (২২ জানুয়ারি) রাত ১১টায় এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) এক ডিউটি অফিসারের হোয়াটসঅ্যাপ নম্বরে একটি হুমকিমূলক বার্তা আসে।

বার্তাটি মালয়েশিয়ার একটি নম্বর থেকে পাঠানো হয়। বার্তাটি পাওয়ার পর বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয় এবং রাত আড়াইটা পর্যন্ত তল্লাশি চালানো হয়।

বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম জানান, "হুমকির বার্তা পাওয়ার পর নির্ধারিত প্রোটোকল অনুযায়ী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর সমন্বয়ে নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করা হয় এবং তল্লাশি চালানো হয়।

তবে বোমা সংক্রান্ত কোনো আলামত বা সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। রাত আড়াইটায় আনুষ্ঠানিকভাবে তল্লাশি কার্যক্রম শেষ করা হয়।"

এর আগে, ইতালির রোম থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটেও একই ধরনের হুমকির ঘটনা ঘটেছিল।

ওই বার্তা পাকিস্তানের একটি নম্বর থেকে দেওয়া হয়।

বার্তায় দাবি করা হয়, ফ্লাইটটিতে ৩৪ কেজি বিস্ফোরক রয়েছে, যা ঢাকায় অবতরণের পর বিস্ফোরণ ঘটানো হবে। তবে সেই ফ্লাইটেও তল্লাশি চালিয়ে কোনো বিস্ফোরক বা সন্দেহজনক কিছু পাওয়া যায়নি।

সংশ্লিষ্টরা বলছেন, পরপর দুইবার এই ধরনের ভুয়া হুমকির ঘটনায় সংশ্লিষ্ট সব নিরাপত্তা সংস্থা সতর্ক রয়েছে।

তারা বিষয়টি তদন্ত করছে এবং উৎস শনাক্তের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর