ইতালির রোম থেকে ঢাকাগামী বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে।
অপরিচিত একটি নম্বর থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফোন করে এই হুমকি জানানো হয়।
বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিজি-৩৫৬ নম্বর ফ্লাইটটি রোম থেকে ঢাকা আসার পথে বোমা হামলার হুমকি পায়। ফ্লাইটটি বুধবার সকাল ৯টা ২০ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। এতে ২৫০ যাত্রী এবং ১৩ জন ক্রু সদস্য ছিল। বিমানটি অবতরণের পর সবার নিরাপত্তা নিশ্চিত করতে যাত্রীদের ও ক্রুকে প্লেন থেকে বের করে টার্মিনালে আনা হয়েছে।
এদিকে, ফ্লাইটে কোনও বোমা রয়েছে কি না তা নিশ্চিত করতে বিমানে বোমা ডিস্পোজাল ইউনিটসহ যৌথবাহিনী পাঠানো হয়েছে।
গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম আরও জানান, ফ্লাইটটি স্থানীয় সময় মঙ্গলবার রাত ৮টায় রোমের লিওনার্দো দ্য ভিঞ্চি বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। বর্তমানে প্লেনটি নিরাপত্তা কর্মীদের দ্বারা ঘিরে রাখা হয়েছে এবং তদন্ত চলছে।
এসআর
মন্তব্য করুন: