হজ ও ওমরাহ যাত্রীদের জন্য মেনিনজাইটিসের টিকা বাধ্যতামূলক করেছে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ।
সৌদি আরব সরকারের নতুন নির্দেশনার আলোকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আগামী ১০ ফেব্রুয়ারি থেকে কার্যকর হতে যাওয়া এ নির্দেশনায় বলা হয়েছে:
কিছু নির্দিষ্ট দেশের জন্য করোনাভাইরাস, ইনফ্লুয়েঞ্জা, পীতজ্বর, এবং পোলিওর টিকা গ্রহণের নির্দেশনাও দেওয়া হয়েছে। বিশেষভাবে:
বিমানবন্দর কর্তৃপক্ষের আরেকটি নির্দেশনায় হিউম্যান মেটানিউমোভাইরাস (এইচএমপিভি) নিয়ে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। পার্শ্ববর্তী দেশগুলোতে এ ভাইরাস শনাক্ত হওয়ায় বিমানবন্দর সংশ্লিষ্টদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের জারি করা সাতটি নির্দেশনা মানার কথা উল্লেখ করা হয়েছে:
এসআর
মন্তব্য করুন: