২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে আহতদের পুনর্বাসনের জন্য গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘জুলাই গণ-অভ্যুত্থান বিষয়ক বিশেষ সেল’।
সোমবার সংগঠনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে শূন্যপদে যোগ্যতার ভিত্তিতে আহতদের চাকরি নিশ্চিত করতে বিশেষ সেলটি কাজ করবে।
এর অংশ হিসেবে আহতদের সিভি আহ্বান করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “আপনারা যারা এই আন্দোলনে আহত হয়েছেন, তাদের প্রতি অনুরোধ, দ্রুত আপনার সিভি পাঠান। সিভি জমা দেওয়ার ঠিকানা: [email protected]।”
জাতীয় নাগরিক কমিটির সদস্যসচিব আখতার হোসেন এই উদ্যোগের প্রশংসা করে বলেন, “জুলাই গণ-অভ্যুত্থানে আহতদের পুনর্বাসনের এ উদ্যোগ অত্যন্ত ইতিবাচক।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিশেষ সেল আহত যোদ্ধাদের কর্মসংস্থান নিশ্চিত করতে কাজ করছে, যা একটি প্রশংসনীয় পদক্ষেপ।”
আহতদের পুনর্বাসন ও চাকরি নিশ্চিত করার এই উদ্যোগটি অনেকের জীবন ও ভবিষ্যতের দিক পরিবর্তনে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।
এসআর
মন্তব্য করুন: