জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নাতি বাবুল কাজী (৫৯) রাজধানীর বনানীতে গ্যাস লাইটার বিস্ফোরণে দগ্ধ হয়ে মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রোববার বিকেল সাড়ে ৫টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
শনিবার ভোর ৫টার দিকে বনানীর বাসার ওয়াশরুমে গ্যাস লাইটার বিস্ফোরণে তার শরীরের ৭৪ শতাংশ পুড়ে যায়। তাকে দ্রুত জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে ভর্তি করা হয়। তার চিকিৎসায় ১৬ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হলেও শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে লাইফ সাপোর্টে রাখা হয়।
বাবুল কাজী ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের উত্তরসূরি। তার বাবা কাজী সব্যসাচী একজন বিশিষ্ট আবৃত্তিকার এবং মা উমা কাজী। তিন ভাই-বোনের মধ্যে সবচেয়ে ছোট ছিলেন তিনি। তার দুই বড় বোন খিলখিল কাজী ও মিষ্টি কাজী।
স্বাধীনতার পর কাজী নজরুল ইসলামকে বাংলাদেশে নাগরিকত্ব প্রদান করে তার পরিবারের সদস্যদের নিয়ে দেশে আনা হয়। সেসময় কাজী সব্যসাচীর পরিবারও স্থায়ীভাবে বাংলাদেশে বসবাস শুরু করে।
বাবুল কাজীর মৃত্যুতে তার পরিবার ও সংস্কৃতি অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
এসআর
মন্তব্য করুন: