[email protected] শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
৬ বৈশাখ ১৪৩২

জুলাই ঘোষণাপত্র: অভিমত আহ্বান করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০২৫ ১০:৫৪ এএম

ফাইল ছবি

জুলাই ঘোষণাপত্রের চূড়ান্ত খসড়া প্রণয়নের অংশ হিসেবে সংশ্লিষ্ট সব রাজনৈতিক দল ও অংশীজনের কাছ থেকে অভিমত আহ্বান করা হয়েছে।

শনিবার (১৮ জানুয়ারি) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এই তথ্য জানানো হয়।

প্রেস উইং জানায়, অভিমতগুলো চিঠি মারফত ‘মাহফুজ আলম, উপদেষ্টা, প্রধান উপদেষ্টা কার্যালয়’-এর ঠিকানায় আগামী ২৩ জানুয়ারির মধ্যে পাঠাতে হবে।

প্রাপ্ত মতামত পর্যালোচনা করে একটি সংশোধিত ও গ্রহণযোগ্য ঘোষণাপত্র প্রস্তুত করা হবে, যা শিগগিরই জনগণের সামনে উপস্থাপন করা হবে।

এর আগে, গত বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে ঘোষণাপত্র নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে বিএনপি, জামায়াতে ইসলামী, হেফাজতে ইসলাম, গণতন্ত্র মঞ্চ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধিরা অংশ নেন।

বৈঠক শেষে আইন উপদেষ্টা আসিফ নজরুল সাংবাদিকদের জানান, জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র প্রণয়নের বিষয়ে সবাই একমত হয়েছেন।

তিনি বলেন, “এ ধরনের ঘোষণাপত্র প্রণয়ন অত্যন্ত প্রয়োজন। তবে এতে সবার অবদান এবং ধারাবাহিকতা স্পষ্টভাবে উল্লেখ থাকতে হবে। রাজনৈতিক ও আইনি কাঠামোর দিকটিও পরিষ্কার করা প্রয়োজন।”

তিনি আরও জানান, প্রক্রিয়াটি সম্পন্ন করতে যতটুকু সময় প্রয়োজন তা নেওয়া হবে, তবে অযথা দেরি করা হবে না। অংশগ্রহণকারী সব পক্ষের মতামতের ভিত্তিতে একটি কার্যকর কর্মপন্থা নির্ধারণের লক্ষ্যেই কাজ করা হচ্ছে।

বৈঠকে উপস্থিত দলগুলোর ঐক্যের বিষয়ে তিনি বলেন, “রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো দূরত্ব সৃষ্টি হয়নি। বরং সবাই একমত যে ঘোষণাপত্রে সবার মালিকানা নিশ্চিত করতে হবে।”

তিনি আশা প্রকাশ করেন, জুলাই গণঅভ্যুত্থানের মতোই ঐক্যবদ্ধ প্রচেষ্টায় একটি গ্রহণযোগ্য ঘোষণাপত্র তৈরি করা সম্ভব হবে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর