[email protected] শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫
২৮ চৈত্র ১৪৩১

একতাই আমাদের জন্ম, একতাই শক্তি: ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬ জানুয়ারি ২০২৫ ৬:৩৭ পিএম

ফাইল ছবি

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, “একতা আমাদের জন্ম দিয়েছে, একতাই আমাদের শক্তির উৎস।

একসঙ্গে কাজ করলে সাহস পাই, আর এই সাহসই আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা।

আজ বৃহস্পতিবার রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে সর্বদলীয় ঐক্যের সভায় সূচনা বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় বিএনপি-জামায়াতসহ অধিকাংশ রাজনৈতিক দল অংশ নেয়।

ড. ইউনূস বলেন, “এই সরকারের জন্ম ঐক্যের ভিত্তিতে। যখন আমরা একত্রে কাজ করি, তখন সাহস পাই। একা কাজ করলে মাঝে মাঝে দুর্বলতা আসে। কিন্তু একতা আমাদের শক্তিশালী করে।”

৫ আগস্টের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “সে দিনের ঐক্য ছিল জাতির ঐক্যের প্রতীক। সেটি রিক্রিয়েট করতে হলে সবাইকে নিয়েই কাজ করতে হবে। একতা ছাড়া কোনো উদ্যোগ সফল হবে না। তাই আমাদের ঐক্যবদ্ধ থাকতেই হবে।”

তিনি আরও বলেন, “ঐক্যবদ্ধভাবে কাজ করলে দেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ভাবমূর্তি শক্তিশালী হবে। সারা বিশ্ব জানবে, নানা প্রতিকূলতার মধ্যেও আমরা স্থির, শক্তিশালী এবং ঐক্যবদ্ধ।”

সভায় তিনি সর্বসম্মতিক্রমে একটি ঘোষণাপত্র তৈরি করার ওপর গুরুত্বারোপ করেন। ড. ইউনূস বলেন, “এই ঘোষণাপত্র শুধু দেশের মানুষের নয়, সারা বিশ্বের কাছে আমাদের শক্তি ও স্থিতিশীলতার বার্তা দেবে। একতা দিয়েই আমরা ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলা করব।”

সভায় উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, আপনাদের সঙ্গে বসে সাহস পাই। এই সাহস নিয়েই আমরা ঐক্যের পথে এগিয়ে যাব। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর